Friday, November 14, 2025

পান্নুন হ.ত্যা ষ.ড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ, এক ভারতীয়কে নি.শানা আমেরিকার

Date:

খালিস্তানি জঙ্গি পান্নুনকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ তুলে এক ভারতীয়র দিকে আঙুল তুলল মার্কিন প্রশাসন। মার্কিন বিচার বিভাগ বুধবার ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মার্কিন নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনে মামলা করেছে। গত সপ্তাহেই জো বাইডেনের প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্তা জানিয়েছিলেন, তাদের প্রশাসন আমেরিকায় বসবাসকারী একজন শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার ষড়যন্ত্রকে ব্যর্থ করেছে। 

ওই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর প্রতিক্রিয়া মিলেছে ভারতের তরফে। অভিযোগের সত্যাসত্য খুঁটিয়ে দেখা হবে জানিয়েছে বিদেশ মন্ত্রক। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বিবৃতি জারি করে জানিয়েছেন, অভিযোগগুলিকে গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং তদন্ত করা হবে।

মার্কিন বিচার বিভাগ যাঁর বিরুদ্ধে মামলা করেছেন তাঁর নাম নিখিল গুপ্তা ওরফে নিক। জো বাইডেন প্রশাসনের দাবি, নিখিল গুপ্তা নামে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে চেক রিপাবলিক। এবার তাঁর প্রত্যাবর্তন হতে চলেছে আমেরিকায়। উল্লেখ্য, খালিস্তানি জঙ্গি নেতা গুরপতওয়ান্ত পান্নুনের বিরুদ্ধে এনআইএ মামলা করেছে। বিচার বিভাগ সেই ব্যক্তির নাম প্রকাশ করেনি যাঁকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে ফিন্যান্সিয়াল টাইমসের রিপোর্টে নিখিল গুপ্তার বিরুদ্ধে পান্নুকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।

৫২ বছর বয়সী নিখিল গুপ্তা আদতে ভারতীয়। নিক নামে পরিচিত তিনি। অভিযোগ অনুযায়ী, নিখিল গুপ্তা দেশের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ভারতীয় গোয়েন্দা ব্যুরো (আইবি)-এর একজন সিনিয়র কর্মকর্তার সহযোগী। তাঁকে ষড়যন্ত্রকারীদের প্রধান যোগাযোগের ব্যক্তি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ, পান্নুনকে হত্যার জন্য এক কানাডিয়ান নাগরিক, এক পাকিস্তানি নাগরিক এবং দু’জন মার্কিন নাগরিকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। হত্যার ষড়যন্ত্র চালানোর জন্য তাঁদের তথ্য, নির্দেশনা এবং আর্থিক সহায়তা দিয়েছিলেন নিখিল গুপ্তা বলে অভিযোগ।নিখিল বর্তমানে চেক রিপাবলিকানের আধিকারিকদের হেফাজতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে পান্নুনকে হত্যার জন্য দুষ্কৃতী নিয়োগের অভিযোগ রয়েছে।

জানা গিয়েছে, এক লাখ মার্কিন ডলারে পান্নুকে হত্যার চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী প্রথম কিস্তিও পরিশোধ করা হয়েছে।পান্ননুকে যে কোনও মূল্যে হত্যা করতে হবে বলেও বলা হয়েছিল বলে অভিযোগ তোলা হয়েছে ওই মিডিয়া রিপোর্টে।নিখিল গুপ্তার যোগসূত্র হরদীপ সিং নিজ্জার এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে মনে করা হয়েছে রিপোর্টে।

আমেরিকান পুলিশের কাছে নিখিল গুপ্তা সম্পর্কে বেশি তথ্য নেই। তবে তাঁকে ২০২৩ সালের জুন মাসে চেক প্রজাতন্ত্রের পুলিশ গ্রেফতার করেছিল। আমেরিকায় প্রত্যর্পণ করে মামলা চালু করার পথে হাঁটছে বাইডেন প্রশাসন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি জানিয়েছেন, ভারত ও আমেরিকা সম্প্রতি উভয় দেশই নিরাপত্তা নিয়ে আলোচনার সময় অপরাধী এবং সন্ত্রাসীদের সম্পর্কে কিছু তথ্য ভাগ করেছে। এই তথ্য দুই দেশের জন্যই উদ্বেগের বিষয়। দুই দেশই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

 

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version