বাজি হেরে গেলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসন। ভারত বিশ্বকাপ জিতবে, এমনটাই বাজি ধরেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। কিন্তু ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ায় বাজি হেরে যান তিনি। এদিন এমনটাই জানালেন কেভিন পিটারসন।

ভারতে লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে এসে পিটারসন বলেন, “আমার বাজি ছিল ভারত। ওরা যেভাবে গোটা প্রতিযোগিতায় খেলছিল তাতে ফাইনাল জিতবে ভেবেছিলাম। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়ার মতো দলের বিরুদ্ধে ফাইনাল সহজ নয়। ওরা খুব কঠিন প্রতিপক্ষ। ফাইনালে ভারত হেরে গেল। সেই সঙ্গে আমিও বাজি হেরে গেলাম।”
এরপরই বিশ্বকাপে ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে মুখ খোলেন পিটারসেন। এই নিয়ে তিনি বলেন,”গোটা প্রতিযোগিতায় ইংল্যান্ডের খেলা নিয়েও হতাশ পিটারসেন। তিনি বলেন, “ইংল্যান্ড খুব খারাপ খেলেছে। এত খারাপ ইংল্যান্ডকে আমি কোনও দিন খেলতে দেখিনি। ওরা বুঝতেই পারছিল না কী করবে। কোনও পরিকল্পনা ছিল না।”

আরও পড়ুন:কলকাতা ডার্বিতে মাঠে নামলো না মোহনবাগান, ওয়াকওভার পেল লাল-হলুদ
