Monday, August 25, 2025

নাকা চেকিংয়ে গাড়ি আটকাতেই চোখ কপালে পুলিশের! উদ্ধার কোটি কোটি টাকা, গ্রে.ফতার ২

Date:

নাকা চেকিং (Naka Checking) চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বৃহস্পতিবার নাকা চেকিং করার সময় টাকা ভর্তি বেশ কয়েকটি ব্যাগ নজরে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশ (Police) আধিকারিকদের। তবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যাগভর্তি টাকা এক সুপারি ব্যবসায়ীর (Businessman)। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কর্নাটকের হোলালকেরে এলাকায় নাকা চেকিং চলছিল চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে তারা খবর পায়, একটি গাড়িতে বেশ কয়েকটি ব্যাগে করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই সতর্ক হয়ে যায় পুলিশ। এরপর সূত্র মারফৎ খবরের ভিত্তিতে ওই গাড়িকে দাঁড় করানো হয়। আর গাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং হচ্ছে দেখে চালক গাড়িটিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় পুলিশের দল তাড়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে। তারপর তল্লাশি চালিয়ে গাড়ির আসনের নীচ থেকে বেশ কয়েকটি ব্যাগে ঠাসা টাকার বান্ডিল নজরে আসে পুলিশের। তখনই চালক এবং তাঁর সঙ্গীকে গাড়ি থেকে নামিয়ে জেরা শুরু করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেরায় এক জন নিজেকে শচিন বলে পরিচয় দিয়েছেন। তিনি গাড়ি চালাচ্ছিলেন। অন্য জনের নাম হরিশ বলে জানা গিয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ব্যাগে মোট আট কোটি টাকা রয়েছে। সেই টাকা শিবমোগায় সুরেশ নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে টাকাগুলি বাজোয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং তাঁর সঙ্গীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের থেকে ওই সুপারি ব্যবসায়ীর সমস্ত খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই চক্রে আর কারা কারা জড়িত? কী কারণে অত টাকা ব্যবসায়ীকে পৌঁছে দেওয়া হচ্ছিল তার সবটাই জানতে চায় পুলিশ।

 

 

 

 

Related articles

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...
Exit mobile version