Tuesday, November 4, 2025

নাকা চেকিংয়ে গাড়ি আটকাতেই চোখ কপালে পুলিশের! উদ্ধার কোটি কোটি টাকা, গ্রে.ফতার ২

Date:

নাকা চেকিং (Naka Checking) চলাকালীন একটি গাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কর্নাটকে (Karnataka)। বৃহস্পতিবার নাকা চেকিং করার সময় টাকা ভর্তি বেশ কয়েকটি ব্যাগ নজরে আসতেই চক্ষু চড়কগাছ পুলিশ (Police) আধিকারিকদের। তবে পুলিশ জানতে পেরেছে, ওই ব্যাগভর্তি টাকা এক সুপারি ব্যবসায়ীর (Businessman)। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কর্নাটকের হোলালকেরে এলাকায় নাকা চেকিং চলছিল চালাচ্ছিল পুলিশ। গোপন সূত্রে তারা খবর পায়, একটি গাড়িতে বেশ কয়েকটি ব্যাগে করে কোটি কোটি টাকা পাচার করা হচ্ছে। খবর পাওয়ার পরই সতর্ক হয়ে যায় পুলিশ। এরপর সূত্র মারফৎ খবরের ভিত্তিতে ওই গাড়িকে দাঁড় করানো হয়। আর গাড়িতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশ আধিকারিকদের।

তবে পুলিশ সূত্রে খবর, এদিন নাকা চেকিং হচ্ছে দেখে চালক গাড়িটিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। সন্দেহ হওয়ায় পুলিশের দল তাড়া করে ওই গাড়িটিকে ধরে ফেলে। তারপর তল্লাশি চালিয়ে গাড়ির আসনের নীচ থেকে বেশ কয়েকটি ব্যাগে ঠাসা টাকার বান্ডিল নজরে আসে পুলিশের। তখনই চালক এবং তাঁর সঙ্গীকে গাড়ি থেকে নামিয়ে জেরা শুরু করে পুলিশ। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, জেরায় এক জন নিজেকে শচিন বলে পরিচয় দিয়েছেন। তিনি গাড়ি চালাচ্ছিলেন। অন্য জনের নাম হরিশ বলে জানা গিয়েছে।

এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পারে, ব্যাগে মোট আট কোটি টাকা রয়েছে। সেই টাকা শিবমোগায় সুরেশ নামে এক সুপারি ব্যবসায়ীর বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছিল। ইতিমধ্যে টাকাগুলি বাজোয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক এবং তাঁর সঙ্গীকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের থেকে ওই সুপারি ব্যবসায়ীর সমস্ত খুঁটিনাটি তথ্য জানার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই চক্রে আর কারা কারা জড়িত? কী কারণে অত টাকা ব্যবসায়ীকে পৌঁছে দেওয়া হচ্ছিল তার সবটাই জানতে চায় পুলিশ।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version