Wednesday, November 12, 2025

সাতসকালে বেঙ্গালুরুর ১৫টিরও বেশি স্কুলে বো.মাতঙ্ক! চলছে চিরুনি ত.ল্লাশি

Date:

সকালে স্কুল খুলতে না খুলতেই এল হুমকি ইমেল (Threat Email)। জানানো হয় স্কুল চত্বরে রয়েছে বিস্ফোরক (Explosives)। শুক্রবার সকালে আচমকাই বেঙ্গালুরুর (Bengaluru) ১৫টিরও বেশি স্কুলে এসে পৌঁছয় বোমা হামলার হুমকি। ঘটনার জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এদিন বেনামি ইমেল থেকে বেঙ্গালুরুর ১৫ টির বেশি স্কুলে হুমকি দেওয়া হয়। সেই ইমেলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। আর এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে স্কুলগুলি খালি করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকে (Police)। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্কুলে তল্লাশি চালায়। তবে প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি বলে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প-সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ইমেল এসেছিল। এই স্কুলগুলির মধ্যে একটি আবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক উল্টো দিকেই। যার জেরে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে। তবে বেঙ্গালুরু পুলিশ অভিযোগ পাওয়ার পর সমস্ত স্কুলগুলিতে পৌঁছে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সরিয়ে দেয় বলে খবর।

তবে কোথা থেকে কে বা কারা এই ধরনের হুমকি দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ মজা করে এই হুমকি ই-মেইল করেছে। তবে পুলিশ নিশ্চিত হতে বোম স্কোয়াডকে নিয়ে স্কুল চত্বরে চিরুনি তল্লাশি চালায়। কোনও স্কুলে বোমা পাওয়া না গেলেও হুমকির বিষয়টি একেবারে উড়িয়ে দিতে পারছে না পুলিশ। এই প্রথম নয়, গত বছরও বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে একই ধরণের হুমকি ইমেইল এসেছিল। কিন্তু সেগুলির সবকটিই পরে ভুয়ো হুমকি বলে প্রমাণিত হয়েছিল। এক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে বলে মনে করছে পুলিশ।

 

 

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version