Sunday, August 24, 2025

ঘোড়া কেনাবেচার ছক বিজেপির! বিধায়কদের রিসর্টে পাঠানোর পরিকল্পনা কংগ্রেসের

Date:

বুথ ফেরত সমীক্ষা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার সন্ধ্যায়। যেখানে ছত্তিশগড়ে কংগ্রেসের সহজ জয় হলেও বাকি রাজ্যগুলিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত পাওয়া গিয়েছে। রাজস্থান (Rajasthan), তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ তিন রাজ্যেই জোর লড়াইয়ের আভাস দিয়েছে সমীক্ষা। সম্ভাবনা রয়েছে ত্রিশঙ্কু হওয়ারও। এই অবস্থায় বাড়ছে ঘোড়া কেনাবেচার আশঙ্কা। ফলস্বরূপ নির্বাচনী ফলাফল প্রকাশ্যে আসার আগেই রিসর্ট রাজনীতি নিয়ে পরিকল্পনা শুরু করে দিল হাত শিবির।

কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, তেলেঙ্গানায় বুথ ফেরত সমীক্ষা যে আভাস দিয়েছে এখানে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল। কিংমেকার হতে পারেন আসাদউদ্দিন ওয়েইসির AIMIM। ফলে ঘোড়া কেনাবেচার জোরালো সম্ভাবনা রয়েছে কেসিআরের। তাই ফলপ্রকাশের পরই তেলেঙ্গানার কংগ্রেস বিধায়কদের কর্নাটক রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। একই পরিস্থিতি তৈরি হয়েছে রাজস্থানে। ২০০ আসনের রাজস্থান বিধানসভাতেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কংগ্রেস ও বিজেপির মধ্যে। কংগ্রেস মনে করছে শেষ পর্যন্ত বিধানসভা ত্রিশঙ্কুও হতে পারে। সেক্ষেত্রে নির্দল এবং বিএসপি (BSP), আরএলপির মতো দলের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। দরকারে রাজস্থানে দলের বিধায়কদেরও রিসোর্টে নিয়ে যেতে পারে কংগ্রেস। সেক্ষেত্রে রাজস্থানের বিধায়কদের রাজ্যের বাইরে না নিয়ে গিয়ে উদয়পুরেরই কোনও রিসোর্টে রাখা হতে পারে।

তবে তেলেঙ্গানা ও রাজস্থান নিয়ে কংগ্রেস কিছুটা উদ্বিগ্ন থাকলেও মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় নিয়ে খুব একটা ভাবিত নয় কংগ্রেস। বুথ ফেরত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে ছত্তিশগড়ে অনায়াসে এখানে জয় হাসিল করছে হাত শিবির। তবে মধ্যপ্রদেশে কিছু বুথ ফেরত সমীক্ষা বলছে কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। যদিও বেশিরভাগই বিজেপির ক্ষমতায় আসার দিকে ইঙ্গিত করছে। ফলে এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে কংগ্রেস সূত্রে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version