Thursday, November 13, 2025

৩ কোটি টাকার বিদ্যুৎ বিল বাকি,সংযোগ বি.চ্ছিন্ন অন্ধকার স্টেডিয়ামে আজ ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ!

Date:

আজ শুক্রবার রায়পুরের  শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে হবে ভারত-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচ।আর সেই ম্যাচের আগে যে তথ্য প্রকাশ্যে এল, তাতে রায়পুরের মাঠের পরিস্থিতি ভারতীয় ক্রিকেট বোর্ডকে লজ্জায় ফেলার পক্ষে যথেষ্ট।ভাবতে পারেন, ৩ কোটি ১৬ লক্ষ টাকার বিল জমাই দেয়নি ছত্তিসগড় ক্রিকেট সংস্থা।বিল জমা না দেওয়ায় পাঁচ বছর আগে স্টেডিয়ামের বিদ্যুতের লাইন কেটে দেওয়া হয়েছিল। তারপরেও টনক নড়েনি।

ফের ১৪ বছর ধরে বিদ্যুতের বিল জমা করেনি ছত্তিসগড় ক্রিকেট সংস্থা। ড্যামেজ কন্ট্রোলে শুক্রবারের ম্যাচের জন্য ছত্তিসগড় ক্রিকেট সংস্থার অনুরোধে সাময়িক বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।শুনলে অবাক হবেন যে এর ফলে আলো জ্বলবে শুধু গ্যালারি এবং বক্সে। মাঠের ফ্লাডলাইট জ্বালানো হবে জেনারেটর দিয়ে।

জানা গিয়েছে, এখনও পর্যন্ত ছত্তিসগড় ক্রিকেট সংস্থার এই মাঠে একটিই আন্তর্জাতিক ম্যাচ হয়েছে।চলতি বছরে ভারত এবং নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল রায়পুরে। সেই এক দিনের ম্যাচে কিউইদের ১০৮ রানে অল আউট করে দিয়েছিল ভারত।এখন সাময়িক বিদ্যুৎ ব্যবস্থা থেকে ২০০ কিলো ভোল্ট বিদ্যুৎ পাওয়া যাবে। ছত্তিসগড় ক্রিকেট সংস্থা সেটাকে ১০০০ কিলো ভোল্ট করার আবেদন করেছে। কিন্তু ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগেও সেই কাজ এখনও শুরু হয়নি।

২০১৮ সালে রায়পুরের স্টেডিয়ামে একটি হাফ ম্যারাথন আয়োজন করা হয়েছিল। সেই সময়ই জানা যায় যে, ওই স্টেডিয়ামে কোনও বিদ্যুৎ নেই। তখনই জানা গিয়েছিল যে, ২০০৯ থেকে বিদ্যুতের বিল জমা করেনি ছত্তিসগড় ক্রিকেট সংস্থা।

ছত্তিসগড় ক্রিকেট সংস্থার মুখ্য জনসংযোগ আধিকারিক তারুনেশ সিং পরিহার বলেন, আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করার সময় চিন্তা তো থাকেই। কোনও সমস্যা যে হবে না, তা জোর দিয়ে বলতে পারছি না। তবে আমাদের জেনারেটর রয়েছে। কোনও রকম সমস্যা হলে ব্যবহার করা হবে।

 

Related articles

লাদাখে চালু হল বিশ্বের সর্বোচ্চ বিমানঘাঁটি

১৩,৭০০ ফুট উচ্চতা নিয়ে বিশ্বের সেরা সামরিক বিমানঘাঁটি তৈরী হল এবার লাদাখে। লাদাখের চাংথাং নিওমা বিমানঘাঁটি বুধবার বায়ুসেনা...

আগামী বছর আরও বড় কিছু করব-Big Jump: “জনগণের উৎসব Kiff”-র সমাপ্তিতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর 

“আমরা আগামী বছর আরও বড় কিছু করব…Big Jump“-৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে আচমকা হাজির হয়ে...

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...
Exit mobile version