Sunday, May 4, 2025

সাতসকালে বেঙ্গালুরুর ১৫টিরও বেশি স্কুলে বো.মাতঙ্ক! চলছে চিরুনি ত.ল্লাশি

Date:

সকালে স্কুল খুলতে না খুলতেই এল হুমকি ইমেল (Threat Email)। জানানো হয় স্কুল চত্বরে রয়েছে বিস্ফোরক (Explosives)। শুক্রবার সকালে আচমকাই বেঙ্গালুরুর (Bengaluru) ১৫টিরও বেশি স্কুলে এসে পৌঁছয় বোমা হামলার হুমকি। ঘটনার জেরে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষ সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে। পুলিশ সূত্রে খবর, এদিন বেনামি ইমেল থেকে বেঙ্গালুরুর ১৫ টির বেশি স্কুলে হুমকি দেওয়া হয়। সেই ইমেলে দাবি করা হয়, স্কুল চত্বরে বিস্ফোরক রাখা আছে। আর এমন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গে স্কুলগুলি খালি করে দেওয়া হয়। খবর দেওয়া হয় পুলিশকে (Police)। এরপরই অভিযোগের ভিত্তিতে পুলিশ বিভিন্ন স্কুলে তল্লাশি চালায়। তবে প্রতিবেদন যখন লেখা হচ্ছে তখনও পর্যন্ত কোনও স্কুলে কোনও বিস্ফোরক বা সন্দেহজনক কোনও বস্তু পাওয়া যায়নি বলে খবর।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার প্রথমে বাসেশ্বর নগরের নেপেল এবং বিদ্যাশিল্প-সহ মোট সাতটি স্কুলে এই হুমকি ইমেল এসেছিল। এই স্কুলগুলির মধ্যে একটি আবার কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বাসভবনের ঠিক উল্টো দিকেই। যার জেরে পুলিশি তৎপরতা শুরু হয়ে যায়। তবে এর কিছুক্ষণ পর আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেলের মাধ্যমে একই ধরনের হুমকি আসে। তবে বেঙ্গালুরু পুলিশ অভিযোগ পাওয়ার পর সমস্ত স্কুলগুলিতে পৌঁছে ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সরিয়ে দেয় বলে খবর।

তবে কোথা থেকে কে বা কারা এই ধরনের হুমকি দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ মজা করে এই হুমকি ই-মেইল করেছে। তবে পুলিশ নিশ্চিত হতে বোম স্কোয়াডকে নিয়ে স্কুল চত্বরে চিরুনি তল্লাশি চালায়। কোনও স্কুলে বোমা পাওয়া না গেলেও হুমকির বিষয়টি একেবারে উড়িয়ে দিতে পারছে না পুলিশ। এই প্রথম নয়, গত বছরও বেঙ্গালুরুর বেশ কয়েকটি স্কুলে একই ধরণের হুমকি ইমেইল এসেছিল। কিন্তু সেগুলির সবকটিই পরে ভুয়ো হুমকি বলে প্রমাণিত হয়েছিল। এক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে বলে মনে করছে পুলিশ।

 

 

 

 

Related articles

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...
Exit mobile version