Wednesday, August 20, 2025

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতের সমালোচনার মুখে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। তদন্তকারী সংস্থা ও অভিযুক্ত পক্ষের আইনজীবী উভয়েই এই মামলা প্রক্রিয়ায় বিনা কারণে সময় ব্যয় নিয়ে সিবিআই বিশেষ আদালতে শুক্রবার প্রশ্ন তোলেন। তারই উত্তরে বিচারক রানা দাম বলেন, এই মামলার আদি আছে, অন্ত নেই। কার্যত মামলার দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তোলেন বিচারক।

শুক্রবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, নিলাদ্রী ঘোষ, তাপস মণ্ডল, কৌশিক মাঝি, পার্থ সেনকে সিবিআই বিশেষ আদালতে তোলা হয়। অভিযুক্ত পক্ষের আইনজীবী প্রশ্ন তোলেন এই মামলার চার্জশিট পেশ হওয়ার পরও তদন্ত চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অন্যদিকে সিবিআই-এর আইনজীবী পাল্টা প্রশ্ন তোলেন অভিযুক্তদের পক্ষে ৩ দিন আগে যে জামিনের আবেদনের শুনানি হয়েছে, সেই মামলারই ফের কেন শুক্রবার শুনানি হচ্ছে। দুপক্ষের সওয়ালের প্রেক্ষিতেই এই মামলা নিয়ে ফের প্রশ্ন তোলেন আইনজীবী। তিনি সিবিআই-এর আইনজীবীকে প্রশ্ন করেন কেন বিচার প্রক্রিয়া শুরু হতে এখনও দেরি হচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার কুন্তল ঘোষের জামিনের আবেদন করা হয় সিবিআই বিশেষ আদালতে। সেই মামলায় বিচারক কুন্তলকে প্রশ্ন করেন জামিনের ব্যাপারে তিনি কতটা আশাবাদী। উত্তরে বিচারব্যবস্থার প্রতি আস্থার কথা জানান কুন্তল। এদিন তাপস মণ্ডল, কৌশিক মাঝি ও পার্থ সেনের জামিনেরও আবেদন জানানো হয় আদালতে।এই মামলার পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version