Sunday, August 24, 2025

কয়লাকাণ্ডে এবার সিবিআইয়ের স্ক্যানারে মলয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট

Date:

ইডির পর এবার সিবিআইয়ের স্ক্যানারে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। কয়লাপাচার কাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট চাইল সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা সিবিআই। কলকাতায় বেসরকারি ব্যাঙ্কের কাছ থেকে সেই নথি তলব করা হয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় কেওয়াইসি হিসাবে যে সমস্ত নথি ব্যবহার করা হয়েছে, সেই নথিও চাওয়া হয়েছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের তরফে। তবে শুধু মলয় নয়, তাঁর পরিবারের সদস্যদের ব্যাঙ্ক আকাউন্ট সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। জানানো হয়েছে, ১৩ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সমস্ত নথি দিতে হবে ব্যাঙ্ককে।

কয়লা দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই একাধিকবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই মামলাতেই এবার ইডির পাশাপাশি তৎপর হয়ে উঠেছে সিবিআই। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, যেদিন থেকে মল্য ঘটকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। একইসঙ্গে ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাওয়া হয়েছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি কোন ঠিকানায় তাও জানতে চেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৩ ডিসেম্বরের মধ্যে নিজাম প্যালেসে সমস্ত নথি দিতে হবে ব্যাঙ্ককে। এছাড়াও বলা হয়েছে ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রতিটি পাতায় ম্যানেজারের সাক্ষর থাকতে হবে।

উল্লেখ্য, কয়লা মামলায় এর আগে ১২বার মলয় ঘটককে তলব করেছে ইডি। যদিও মাত্র ১ বার তিনি হাজিরা দেন। এরপর মামলা মোকদ্দমাতেই কাটছে এই তলব-পর্ব। দিল্লি হাইকোর্টেও রক্ষাকবচের আবেদন জানিয়েছিলেন মন্ত্রী। দায়ের হওয়া অভিযোগ বা ইসিআইআর খারিজ করার আবেদনের পাশাপাশি দিল্লিতে তলব না করে কলকাতায় তলবের জন্যও আবেদন জানিয়েছিলেন। ইসিআর খারিজে আদালত সম্মতি না দিলেও কলকাতায় তলবের আবেদনে সাড়া দেন।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version