Tuesday, November 4, 2025

গতিবিধির উপর ক.ড়া নজর! আদালতের নির্দেশে জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরে বসল CCTV

Date:

অনুমতি মিলেছিল বৃহস্পতিবারই। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriyo Mallick) কেবিনের বাইরে বসল সিসিটিভি ক্যামেরা। শুক্রবার সকালে প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) তরফে কলকাতা পুলিশের (Kolkata Police) একটি টিম সোজা হাসপাতালে পৌঁছে যায়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরেই বসানো হয় ক্যামেরা (CCTV)। রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অবস্থার কারণে এসএসকেএমে ভর্তি। তবে চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার আপডেট দিলেও তা মানতে নারাজ ইডি আধিকারিকরা (ED)। তবে সিসিটিভি ক্যামেরা বসানোয় এবার জ্যোতিপ্রিয়র সব গতিবিধি দেখতে পাবেন ইডি আধিকারিকরাও।

ইডির দাবি, রেশন বন্টন মামলায় গ্রেফতার জ্যোতিপ্রিয় প্রভাবশালী। প্রায় ২ সপ্তাহ ধরে শারীরিক অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর কী হয়েছে, তাঁর ঘরে কারা যাতায়াত করছে এব্যাপারে কোনও তথ্য পাচ্ছে না ইডি। তাই জ্যোতিপ্রিয়র ঘরের বাইরে সিসিটিভির নজরদারি দরকার। ইডির আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবারই সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দেন ব্যাঙ্কশাল আদালতের বিশেষ PMLA আদালতের বিচারক। আর আদালতের নির্দেশের পর শুক্রবার সকালে কলকাতা পুলিশের দলকে বালুর ঘরের সামনে ক্যামেরা বসাতে পাঠায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ।

সূত্রের খবর, এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১২ নম্বর কেবিনে রয়েছেন তিনি। আর সেই কেবিনের সামনেই এদিন বসল সিসিটিভি ক্যামেরা। জানা গিয়েছে, ক্যামেরার লিংক থাকবে ইডির কাছে। সেই ছবিতে ২৪ ঘণ্টা নজরদারির জন্য নিয়োগ করা হয়েছে একজন আধিকারিককে। এদিকে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত জ্যোতিপ্রিয়কে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। সেই দিন আদালতে পেশ করা হবে তাঁর মেডিক্যাল রিপোর্ট।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version