প্রযোজক ভূষণ কুমার ‘ নির্দো.ষ’, ধ.র্ষণ মা.মলায় রায় দিল আদালত!

সামনেই বড় সিনেমার মুক্তি, তার আগে স্বস্তিতে প্রযোজক ভূষণ কুমার (Bhushan Kumar)। দু বছরের ধর্ষণ মামলার ইতি। আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হলেন ‘অ্যানিমাল’ (Animal) সিনেমার প্রযোজক (Producer Bhushan Kumar)।

বছর দুয়েক আগে বলিউডের নামজাদা প্রযোজক ভূষণ কুমারের বিরুদ্ধে চাকরি দেওয়ার লোভ দেখিয়ে এক মহিলাকে শারীরিক ভাবে হেনস্থা করার অভিযোগ ওঠে। ২০২১ সালে এফআইআর দায়ের করেছিলেন নির্যাতিতা। ভূষণের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের হয়। চলতি বছরের এপ্রিল মাসে ধর্ষণের মামলা প্রত্যাহার করার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভূষণ। এর আগে ২০১৮ সালে হ্যাশট্যাগ ‘মিটু’ আন্দোলন চলাকালীনও যৌন হেনস্থার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে এই কেসের উপযুক্ত প্রমাণ না মেলায় ‘বি সামারি রিপোর্ট’-এর ভিত্তিতে প্রযোজক ভূষণ কুমারকে বেকসুর খালাস করল আদালত। তাঁর প্রযোজিত রণবীর কাপুর- অনিল কাপুর অভিনীত ‘অ্যানিমাল’ ছবির মুক্তির আগেই স্বস্তি মেলায় খুশি ভূষণ।

Previous articleজাতীয় সঙ্গীত অ.বমাননার অ.ভিযোগ! ৫ বিজেপি বিধায়ককে তলব লালবাজারের, ক্ষ.মাপ্রার্থনার দাবি তৃণমূলের
Next articleগতিবিধির উপর ক.ড়া নজর! আদালতের নির্দেশে জ্যোতিপ্রিয়র কেবিনের বাইরে বসল CCTV