রাজ্য পুলিশের ডিজির পরিচয় দিয়ে ফেসবুক থেকে জালিয়াতি, গ্রেফতার ১

প্রতীকী ছবি

রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ। বিষয়টি নজরে আসতেই নড়চড়ে বসে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে শুরু হয় তদন্তও। ঘটনায় যুক্ত থাকার সন্দেহে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বিধাননগর সাইবার থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম রাইস। তাকে রাজস্থান থেকে আটক করে তিন দিনের ট্রানজিট রিমান্ডে নেওয়া হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিল এই প্রতারণা চক্র।

জানা গিয়েছে, ডিজি মনোজ মালব্যের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ফেসবুকে অ্যাকাউন্ট খোলে অভিযুক্ত। সেই অ্যাকাউন্ট থেকে পুলিশের বিভিন্ন পদস্থ কর্মীদের বন্ধুত্বের অনুরোধ পাঠানো হত। অনেকেই তা গ্রহণ করতেন। আর সেখান থেকেও শুরু হত জালিয়াতি। ওই অ্যাকাউন্ট থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি মেসেজ পাঠানো হত। সেই মেসেঞ্জার বার্তায় বলা হত, ‘এখন জরুরি মিটিংয়ে রয়েছি। ফোন করতে পারছি না। একটি সমস্যায় পড়েছি। অনেক টাকার প্রয়োজন।’ এরপর কেউ টাকা পাঠালে তা হাতিয়ে নিত রাজস্থানের ওই যুবক, সন্দেহ পুলিশের।

Previous articleলক্ষ্য বিজেপি শূন্য উত্তর-পূর্ব, অসমে বৈঠকে তৃণমূল-সহ ১৫ বিরোধী দল
Next articleবিধানসভায় জাতীয় সঙ্গীত অ.বমাননা! আরও ৩ বিজেপি বিধায়ককে ত.লব করল কলকাতা পুলিশ