Monday, November 3, 2025

জ্ব.র হওয়ায় অফিসে অনুপস্থিত! রা.গে এক কর্মীকে বেধড়ক পে.টালেন অফিসার

Date:

জ্বর (Fever) হওয়ার কারণে একদিন অফিসে (Office) আসেননি। আর তা দেখেই রেগে লাল দফতরের আধিকারিক (Department Head)। আর পরদিন অফিসে যেতেই তুলকালাম কাণ্ড। মালদহের (Malda) বন সহায়ককে (Forest Worker) বেধড়ক পেটালেন রেঞ্জ অফিসার (Forest Range Officer)। সূত্রের খবর, বন সহায়ক সুকুমার মণ্ডলের জ্বর হওয়ার কারণে তিনি একদিন অফিসে অনুপস্থিত ছিলেন। আর ঠিক তার পরদিন অফিস যেতেই ফরেস্ট রেঞ্জ অফিসার (Forest Range Officer) প্রদীপ কুমার গোস্বামী (Pradip Kumar Goshwami) বাঁশ দিয়ে বেধড়ক পেটান সুকুমার মণ্ডলকে। আধিকারিকের বেদম মারে বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Maldah Medical College and Hospital) চিকিৎসাধীন বন সহায়ক সুকুমার। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে ওই ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ইংরেজবাজার থানায়।

পুলিশ সূত্রে খবর, বন সহায়ক সুকুমার মণ্ডল মানিকচক থানার রামনগর জোতপাট্টা এলাকার বাসিন্দা। তাঁর একটাই দোষ তিনি জ্বরের কারণে একদিন অফিস যেতে পারেননি। সুকুমারের অভিযোগ, তাঁকে অফিসে দেখতে না পেয়েই চটে যান প্রদীপ। পরের দিন যত দ্রুত সম্ভব ফরেস্ট রেঞ্জ অফিসে উপস্থিত হতে বলেন। আর তাঁর কথামতোই পরদিন সকালে রেঞ্জ অফিসে পৌঁছে যান সুকুমার। এরপরই তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন প্রদীপ। কিন্তু গালাগালি শুনে চুপ থাকতে পারেননি সুকুমার। তিনি প্রতিবাদ করলেই আরও ক্ষেপে যান ফরেস্ট রেঞ্জ অফিসার। এরপরই বন সহায়ক সুকুমারের উপর চড়াও হন প্রদীপ সহ কয়েকজন বন দফতরের কর্মী। বাঁশ দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরে হাতে ও পায়ে চোট পান ওই বন সহায়ক কর্মী। পরে পরিবারের লোকরা বিষয়টি জানতে পেরেই সুকুমারকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এরপরই পরিবারের তরফে অভিযুক্ত ফরেস্ট রেঞ্জ অফিসারের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি রেঞ্জ অফিসার প্রদীপ কুমার গোস্বামী।

 

 

 

 

 

Related articles

আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

রিলায়্যান্স গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আম্বানির (Anil Ambani) তিন হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ‘রিলায়্যান্স...

হরমনপ্রীতদের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি! বোর্ডের সংবর্ধনাতেও থাকছে চমক?

রবিবার রাতে মুম্বইয়ে প্রথমবার বিশ্বকাপ( ICC Women's World Cup 2025) জিতেছে ভারতীয় মহিলা দল। হরমনপ্রীত-স্মৃতিদের নিয়ে আনন্দে ভাসছে...

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের...

উৎসবের মধুর সমাপ্তি: ঘোষণা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সৌভাগ্যবান বিজয়ীদের নাম

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উৎসবের মরসুমের সমাপ্তি উপলক্ষ্যে অয়োজন করে মেগা লাকি ড্র। ‘শারদীয়া স্বর্ণ সম্ভার ২০২৫’ ও...
Exit mobile version