সাংসদদের বিদেশযাত্রায় প্রয়োজন মন্ত্রকের অনুমতি, নয়া নি.র্দেশ জারি রাজ্যসভার সচিবালয়ের

সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে রাজ্যসভার সদস্যদের উদ্দেশে নতুন নির্দেশ জারি করল সচিবালয়। রাজ্যসভার সচিবালয়ের তরফে জারি করা বুলেটিনে জানানো হয়েছে, বিদেশে ব্যক্তিগত সফরের সময় বিদেশি আতিথেয়তা গ্রহণ করার সময় সাংসদকে অবশ্যই কঠোর নিয়ম মেনে চলতে হবে এবং কেন্দ্রের পূর্বানুমতি পেতে হবে। রাজ্যসভার সচিবালয়ের তরফে বলা হয়েছে, বিদেশযাত্রার অন্তত ৩ সপ্তাহ আগে বিদেশমন্ত্রকের থেকে অনুমতি চেয়ে সাংসদদের বিদেশ সফরের বিস্তারিত তথ্য উল্লেখ করতে হবে।

সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি, বেসরকারি বা যে কোনও ধরনের বৈদেশিক আমন্ত্রণ হবে বিদেশমন্ত্রক মারফত। যদি কোনও আমন্ত্রণ সরাসরি সাংসদের কাছে পৌঁছয়, তাহলে সেই সাংসদকে বিদেশ যাওয়ার আগে বিদেশমন্ত্রকে সমস্ত তথ্য জানিয়ে রাজনৈতিক অনুমোদন নিতে হবে। আরও বলা হয়েছে, বিদেশযাত্রা সম্পর্কিত যাবতীয় তথ্য, উদ্দেশ্য জানিয়ে অন্তত তিন সপ্তাহ আগে সচিবকে জানাতে হবে যাতে বিদেশমন্ত্রক এবং সংশ্লিষ্ট দেশে ভারতের মিশন বিষয়টি সম্পর্কে অবগত হয়। শুধুমাত্র বিদেশমন্ত্রক নয়, একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রকের থেকেও অনুমতি নিতে হবে রাজ্যসভার সদস্যদের। এই বিষয়ে শুক্রবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন বলেন, আগে থেকেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোনে নজরদারি চালানো হচ্ছে পেগাসাস বসিয়ে। আরও অনেকের ফোনেই পেগাসাস বসানো হয়েছে। আর কত নজরদারি হবে?

আরও পড়ুন- নরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার যুবকের ক্ষ.তবিক্ষ.ত দে.হ! এলাকায় চাঞ্চল্য

Previous articleনরেন্দ্রপুরে কারখানা থেকে উদ্ধার যুবকের ক্ষ.তবিক্ষ.ত দে.হ! এলাকায় চাঞ্চল্য
Next articleশনিবার সংসদের সর্বদল বৈঠক, দ.ণ্ডসংহিতা বিল ইস্যুতে স.রব হবে তৃণমূল