Monday, December 1, 2025

হিন্দমোটরে রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া! মায়ের দে.হ আগলে বসে ছেলে

Date:

Share post:

রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির (Hoogly) হিন্দমোটরে (Hindmotor)। বন্ধ ঘর থেকে উদ্ধার মায়ের (Mother) পচাগলা মৃতদেহ। পুলিশ (police) সূত্রে খবর, হিন্দমোটের এক নম্বর বি এন দাস রোডের এক আবাসনে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী কল্যাণী হাজরা (৬৫) (Kalyani Hazra) তাঁর ছেলেকে নিয়ে থাকতেন। তবে স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কল্যাণী। গত তিন দিন ধরে দরজা বন্ধ ছিল ফ্ল্যাটের (Flat)। ফ্ল্যাটের পরিচারিকা গীতা দাস জানান, শনিবার তিনি কাজে এসে দেখেন ফ্ল্যাটের ভিতর থেকে দূর্গন্ধ বেরোচ্ছে। এরপরই ঘরে ঢুকে চক্ষু চড়কগাছ পরিচারিকার। তিনি দেখেন, ঘরের ভিতরে পড়ে রয়েছে কল্যাণী হাজরার নিথর দেহ।

এরপরই বিষয়টি দেখে সন্দেহ হওয়ায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মীর ছেলেকে গীতা প্রশ্ন করলে জানতে পারেন তিনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমোচ্ছেন। তবে বিষয়টি বেগতিক বুঝেই পরিচারিকা ঘটনার কথা প্রতিবেশীদের জানানোর জন্য ফ্ল্যাট থেকে বেরোনোর চেষ্টা করলে তাঁকে বেশ কিছুক্ষণ আটকে রাখে মানসিক ভারসাম্যহীন ছেলে শুভ্রনীল (৩৫)। এরপরই পরিচারিকা চিৎকার চেঁচামেচি শুরু করলে দরজা খুলে দিতে বাধ্য হয় শুভ্রনীল। কিন্তু গীতা বেরোনোর পরই ফের দরজায় ভিতর থেকে তালা লাগিয়ে দেন গুণধর ছেলে। তবে এলাকাবাসীদের অভিযোগ, দিনদু’য়েক আগে মৃত্যু হয়েছে কল্যাণী দেবীর।

এদিকে শনিবার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় কাউন্সিলর প্রবীর কংস বণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন এবং তিনিই পুলিশে খবর দেন। কাউন্সিলর জানান, আত্মীয় থেকে এলাকার কোনও মানুষের সঙ্গে সেভাবে মেলামেশা করতেন না কল্যানী দেবী বা তাঁর ছেলে শুভ্রনীল। তবে এদিন খবর পেয়ে উত্তরপাড়া থানার পুলিশ ফ্ল্যাটের দরজা খোলার চেষ্টা করেন। কিন্তু বেশ কিছুক্ষন ডাকাডাকি করেও দরজা না খোলায় দরজা ভাঙতে বাধ্য হয় পুলিশ। এরপরই ফ্ল্যাটের ভিতরে ঢুকে পুলিশ মৃতেদহ উদ্ধার করে। বর্তমানে মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশের অনুমান, সেই রিপোর্ট হাতে এলেই সবকিছু পরিষ্কার হবে। তবে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

 

 

 

 

spot_img

Related articles

BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের ঘাড়ে বন্দুক রেখে খেলছে নির্বাচন কমিশন। অথচ সেই বিএলও-দের (BLO) কোনও দায়িত্ব নিচ্ছে না...

শুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা(Shuvendu Adhikary)। শুভেন্দুদের উদ্দেশে ‘গো...

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? দলের নির্দেশ সাফ জানালেন অভিষেক

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র, ভারতীয় ফুটবলে জট কাটবে?

৩ ডিসেম্বর আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে ক্রীড়া মন্ত্রকের(Sports Ministry)সঙ্গে বৈঠকে এফএসডিএল(FSDL), আইএসএল ক্লাব(ISL)  ও ফেডারেশন(AIFF) প্রতিনিধিরা থাকবেন...