Thursday, August 28, 2025

যুদ্ধবিরতি শেষ হতেই দক্ষিণ গাজায় হামলা ইজরায়েলের, মৃত প্রায় ২০০

Date:

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়েছিলেন আগেই, সেইমতো যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই চেনা রূপে ধরা দিল ইজরায়েল। গাজার মাটিতে ফের শুরু হল বেলাগাম হামলা। দক্ষিণ গাজায় ইজরায়েলের এই বোমা হামলায় ১৮৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৬০০ জন। শুক্রবার হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি ভেঙে যাওয়ার পরই নতুন করে শুরু হয়েছে এই যুদ্ধ।

গাজা প্রশাসনের তরফে জানা গিয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি শেষ হতেই শুক্রবার রাত থেকে দক্ষিণ গাজার খান ইউনিসের ২০টিরও বেশি বাড়িতে বোমা হামলা চালায় ইজরায়েল। লাগাতার বোমাবাজিতে ১৮৪ জন মানুষের মৃত্যু হয়েছে। এবং ৫৮৯ জনের বেশি মানুষ আহত হয়েছেন। প্রসঙ্গত, ৭ অক্টোবরের হামলার প্রতিশোধে গাজাকে কার্যত নরকে পরিণত করার পর কাতারের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি হয় হামাস ও ইজরায়েলের মধ্যে। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এই যুদ্ধ বিরতি চুক্তি দু’দফায় বাড়ানো হয়েছিল। এই সময়কালে ৮০ ইজরায়েলি সহ ১১০ বন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইজরায়েল ২৪০ প্যালেস্তাইনের বন্দিকে মুক্তি দিয়েছে। অবশ্য, বৈশ্বিক চাপের মুখে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হলেও ইজরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন চুক্তির মেয়াদ শেষ হলে ফের গাজায় হামলা শুরু করবে ইজরায়েল। সেইমতো ফের হামলা শুরু হল গাজার মাটিতে।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version