Friday, August 22, 2025

লোকসভা নির্বাচনের আগে চার রাজ্যের বিধানসভা ফলাফলের দিকে নজর রেখেছে গোটা দেশ। রবিবার সকালে নির্ধারিত সময় থেকেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা শুরু হয়েছে। সকাল ন’টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রাজস্থানে। অশোক গেহলট সেখানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। ছত্তিশগড়েও জোর টক্কর চলছে হাত ও পদ্ম শিবিরের মধ্যে।

সকাল ন’টা পর্যন্ত ভোট গণনা নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

চার রাজ্যের বিধানসভা ভোটের গণনায় রাজস্থানে বিজেপি এখনও পর্যন্ত ১০০ টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে আছে ৮৫ আসনে। তেলেঙ্গানায় বি আর এস কে পিছিয়ে দিয়ে ৬৬ আসনে এগিয়ে গেল কংগ্রেস। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৪০ আসনে, বিজেপি এগিয়ে ৩৫ টি আসনে কংগ্রেস ৩৭ টি আসনে এগিয়ে। মধ্যপ্রদেশে বিজেপি ১২১ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে, ৯৪ আসনে এগিয়ে রয়েছে তারা।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট, বসুন্ধরা রাজে, সচিন পাইলটরা এগিয়ে রয়েছেন। বিজেপির রাজ্যবর্ধন রাঠোর এগিয়ে রয়েছেন বলে খবর। ছত্তিশগড়ে বিজেপির রমন সিং পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের ভূপেশ বাঘেল পিছিয়ে আছেন বলে খবর। তেলেঙ্গানায় BRS এর কে চন্দ্রশেখর রাও পিছিয়ে পড়লেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন। কংগ্রেসের কমলনাথ সেখানে এগিয়ে রয়েছেন।

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version