Sunday, August 24, 2025

লোকসভা নির্বাচনের আগে চার রাজ্যের বিধানসভা ফলাফলের দিকে নজর রেখেছে গোটা দেশ। রবিবার সকালে নির্ধারিত সময় থেকেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় ভোট গণনা শুরু হয়েছে। সকাল ন’টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে রাজস্থানে। অশোক গেহলট সেখানে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। ছত্তিশগড়েও জোর টক্কর চলছে হাত ও পদ্ম শিবিরের মধ্যে।

সকাল ন’টা পর্যন্ত ভোট গণনা নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

চার রাজ্যের বিধানসভা ভোটের গণনায় রাজস্থানে বিজেপি এখনও পর্যন্ত ১০০ টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস এগিয়ে আছে ৮৫ আসনে। তেলেঙ্গানায় বি আর এস কে পিছিয়ে দিয়ে ৬৬ আসনে এগিয়ে গেল কংগ্রেস। ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে রয়েছে ৪০ আসনে, বিজেপি এগিয়ে ৩৫ টি আসনে কংগ্রেস ৩৭ টি আসনে এগিয়ে। মধ্যপ্রদেশে বিজেপি ১২১ টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস রয়েছে দ্বিতীয় স্থানে, ৯৪ আসনে এগিয়ে রয়েছে তারা।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজস্থানে কংগ্রেসের অশোক গেহলট, বসুন্ধরা রাজে, সচিন পাইলটরা এগিয়ে রয়েছেন। বিজেপির রাজ্যবর্ধন রাঠোর এগিয়ে রয়েছেন বলে খবর। ছত্তিশগড়ে বিজেপির রমন সিং পিছিয়ে রয়েছেন। কংগ্রেসের ভূপেশ বাঘেল পিছিয়ে আছেন বলে খবর। তেলেঙ্গানায় BRS এর কে চন্দ্রশেখর রাও পিছিয়ে পড়লেন। শেষ পাওয়া খবর অনুযায়ী মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এগিয়ে রয়েছেন। কংগ্রেসের কমলনাথ সেখানে এগিয়ে রয়েছেন।

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version