Wednesday, November 5, 2025

মধ্যপ্রদেশে এগিয়ে বিজেপি, পালাবদলের ইঙ্গিত ছত্তিশগড়, রাজস্থানে!

Date:

চার রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election) গণনা চলছে। যত সময় যাচ্ছে ততই বিজেপি বনাম কংগ্রেসের (BJP vs Congress) লড়াই জোরদার হচ্ছে। সকাল ১০ টা পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রদেশে অনেকটা এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি। ছত্তিশগড়, রাজস্থানে পালাবদলের ইঙ্গিত মিলছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তেলেঙ্গানায় নিজেদের সরকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে দ্রুত এগোচ্ছে কংগ্রেস।

সকাল ১০ টা পর্যন্ত গণনার নিরিখে কে এগিয়ে কে পিছিয়ে?

মধ্যপ্রদেশে ১৫০ টি আসনে এগিয়ে ভারতীয় জনতা পার্টি, ৭৯ আসনে এগিয়ে জাতীয় কংগ্রেস। সরকার গড়ার জন্য ম্যাজিক ফিগার ১১৬।

রাজস্থানে পালাবদলের ইঙ্গিত। বিজেপি এগিয়ে রয়েছে ১২৬টি আসনে, কংগ্রেস ৬১ এবং অন্যান্যরা ১২টি আসনে এগিয়ে রয়েছেন। রাজস্থানের ম্যাজিক ফিগার ১০০।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে ছত্তিশগড়ে। কখনও কংগ্রেস এগিয়ে যাচ্ছে তো কখনও বিজেপি। শেষ খবর পাওয়া অনুযায়ী কংগ্রেস ৪২ টি আসনে এবং বিজেপি ৪৬ আসনে এগিয়ে রয়েছে। ছত্তিশগড়ে সরকার গড়তে প্রয়োজন ৬০ আসনের সংখ্যা গরিষ্ঠতা।

তেলেঙ্গানায় কার্যত সরকার গড়ার পথেই এগোচ্ছে কংগ্রেস। অন্তত এখনও পর্যন্ত গণনায় সেই ট্রেন্ড চলছে। ৬১ আসনে এগিয়ে কংগ্রেস, দ্বিতীয় স্থানে BRS এগিয়ে রয়েছে ৫০টি আসনে। ম্যাজিক ফিগার ৬০।

হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাজস্থানে কংগ্রেস প্রার্থী অশোক গেহলট, সচিন পাইলট এগিয়ে রয়েছেন। বিজেপির বসুন্ধরা রাজে সিন্ধিয়া এগিয়ে রয়েছেন। তেলেঙ্গানায় পিছিয়ে রয়েছেন BRS এর কে চন্দ্রশেখর রাও। ছত্তিশগড়ে কংগ্রেসের ভূপেশ বাঘেল এগিয়ে রয়েছেন, বিজেপির বিজয় বাঘেল পিছিয়ে রয়েছেন। মধ্যপ্রদেশে বিজেপির শিবরাজ সিং চৌহান শুরু থেকেই এগিয়ে রয়েছেন। কৈলাস বিজয়বর্গীয়ও এগিয়ে রয়েছেন বলে খবর। এখানে কংগ্রেসের কমলনাথ পিছিয়ে পড়েছেন।

Related articles

অনলাইন গেমিং বাতিল কেন, কেন্দ্রের হলফনামা চায় সুপ্রিম কোর্ট 

অনলাইনে কোনও টুর্নামেন্ট বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যদি কেউ টাকা রোজগার করতে পারে তাহলে সেটাকে কেন জুয়া হিসেবে...

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...
Exit mobile version