Saturday, December 27, 2025

“উত্তর ভারতে একটাও শিবকুমার নেই”! ৪ রাজ্যের নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেসকে তো.প দেবাংশুর

Date:

Share post:

‘দুঃখের বিষয়, উত্তর ভারতে কংগ্রেসের (Congress) একটাও ডিকে শিবকুমার (DK Shivkumar) নেই। কংগ্রেস (Congress) তৈরি করতে পারেনি। পারলেও ধরে রাখতে পারেনি। বহুক্ষেত্রে ইগো (Ego) ছেড়ে বাস্তবতাকে বুঝতে শিখতে হবে। শুধু ভোটের সময় জেগে উঠলে হবে না; সারা বছর মানুষের পাশে থাকতে হবে। এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ছাড়া বিজেপিকে বিজেপির (BJP) ভাষায় লড়াই ফিরিয়ে দেওয়ার শক্তি আর কজনের আছে?’ রবিবার দেশের চার রাজ্যের নির্বাচনের ফল প্রকাশের মধ্যেই এবার এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তৃণমূল (TMC) কংগ্রেসের আইটি সেলের (IT Cell) নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। উল্লেখ্য, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনে জয়লাভের পথে কংগ্রেস। আর এই জয়ের অন্যতম কাণ্ডারি কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।

তবে এদিন নিজের বক্তব্যে দেবাংশু সাফ বুঝিয়ে দিলেন কেন্দ্রের বিজেপির প্রধান বিরোধী মুখ হতে পারেন একমাত্র বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। রবিবারি হিন্দি বলয়ে কংগ্রেসকে ৩-০ তে হারাতে চলেছে বিজেপি। আগেরবার যেখানে তিন রাজ্যেই কংগ্রেস সরকার গড়েছিল, সেই তিন রাজ্যেই এবার এগিয়ে পদ্ম শিবির। খুব স্বাভাবিকভাবেই আগামী বছর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের কাছে এটা বড় ধাক্কা। উল্লেখ্য, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে এই বিধানসভা নির্বাচনকে ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছিল রাজনৈতিক মহল। কিন্তু সেই নির্বাচনেই বিজেপির কাছে নাস্তানাবুদ হতে হয়েছে কংগ্রেসকে। ট্রেন্ড যেদিকে এগোচ্ছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বিজেপির জয়ের ছবি।

এর মধ্যেই দলের খারাপ অবস্থার কারণে দিল্লিতে ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের কথা জানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে তেলেঙ্গানায় বিআরএস-কে হারিয়ে জয়ের দিকে ক্রমশ এগোচ্ছে কংগ্রেস। রবিবার ফল ঘোষণার আগেই হায়দ্রাবাদে এসে পৌঁছন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিওয়াই শিবকুমার। এদিকে ফলাফল ঘোষণার প্রথমার্ধে ছত্তিশগড়ে কংগ্রেস এগিয়ে থাকলেও সময় যত গড়িয়েছে পাশা উল্টে গিয়ে অনেকটাই ব্যবধান বাড়িয়েছে বিজেপি। তবে চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই ২৮ বিরোধী দল একজোট হয়েছিল। পাটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে ইন্ডিয়া জোটের (INDIA) প্রথম বৈঠক বসে। পরবর্তী বৈঠক হয় বেঙ্গালুরুতে। এরপর মুম্বাইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। তবে এসবের মধ্যেই একাধিকবার শরিকি কংগ্রেস ও সমাজবাদী পার্টি একে অপরকে আক্রমণের খেলায় মেতেছে। আর সবকিছু মাথায় রেখেই এবার বৈঠকের ডাক দিল কংগ্রেস।

 

 

 

 

spot_img

Related articles

৩৫-এ হৃদরোগ! চলে গেলেন মোহনবাগানের সুখেন

মাত্র ৩৫ বছরেই প্রয়াত হলেন মোহানবাগানের প্রাক্তন ডিফেন্ডার সুখেন দে। কলকাতা ফুটবলের পরিচিত মুখ সুখেন শুক্রবারও তাঁর কর্মক্ষেত্রে...

‘এরা বিজেপি নয়’! চিকেন প্যাটিস-কাণ্ডে শুভেন্দুর বরণ করা হামলাকারীদের তোপ অভিজিতের

ময়দানে চিকেন প্যাটিস বিতর্ক বঙ্গ বিজেপিকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। তবে সেই চিকেন প্যাটিস বিতর্ক নতুন করে যে...

খালেদা-পুত্র তারেকের হাতেই কি বাংলাদেশের ভবিষ্যতের চাবি? কোন পথে সমর্থন

কী হবে বাংলাদেশের (Bangladesh) ভবিষ্যৎ? খালেদা-পুত্র তারেক রহমানই (Tarek Rahman) কি আগামী প্রধানমন্ত্রী? এখন এই জল্পনাই এশিয়ার রাজনৈতিক...

সেনাবাহিনীকে জল-লস্যি খাইয়ে জাতীয় পুরস্কার! ভাবতেই পারেনি শ্রবণ

চারিদিকে যখন তখন পাকিস্তানের ড্রোন, মিসাইলের ভয়। আর সবাই যখন ভয়ে ঘরের দরজা বন্ধ করেছিলেন, তখন ছোট্ট শ্রবণ...