Monday, November 10, 2025

যু.দ্ধবিরতির পর বাড়ল হা.মাস-ইজরায়েল সং.ঘর্ষ! প্যালেস্টাইনিদের উ.চ্ছেদ ‘সমর্থনযোগ্য’ নয় জানালেন হ্যারিস

Date:

গত শুক্রবার সাময়িক যুদ্ধবিরতি শেষ হতেই হামাস (Hamas) ও ইজরায়েলের (Israel) মধ্যে ফের শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ। তবে সময় যত গড়াচ্ছে যুদ্ধ থামার কোনও লক্ষণ চোখে পড়ছে না। উল্টে বেড়েই চলেছে সংঘর্ষ। তবে নতুন করে যুদ্ধ শুরু হতেই এবার হামাস সাফ জানিয়েছে, ফের যুদ্ধবিরতি চুক্তি না হওয়া পর্যন্ত আর কোনও পণবন্দিকে মুক্তি দেওয়া হবে না। অন্যদিকে, গাজায় (Gaza Strip) ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল। বর্তমানে একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ দুপক্ষই। এদিকে যুদ্ধবিরতির পর গাজায় নতুন করে ইজরায়েলি সেনার হামলা প্রসঙ্গে উদ্বেগপ্রকাশ করলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস (Kamala Harris)।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাফ জানিয়েছেন, বহু নিরীহ প্যালেস্টাইনি এই হামলায় প্রাণ হারাচ্ছেন। যার জেরে সবচেয়ে বিপদের মুখে পড়তে হচ্ছে সাধারণ নাগরিকদের। এছাড়া যে সব ছবি আর ভিডিও গাজা থেকে আসছে, তা অত্যন্ত ভয়ংকর বলে মন্তব্য করেন হ্যারিস। পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, প্যালেস্টাইনিদের গাজা ও পশ্চিম তীর থেকে জোর করে উচ্ছেদ মার্কিন যুক্তরাষ্ট্র যে একেবারেই সমর্থন করবে না তা সাফ জানিয়েছেন কমলা হ্যারিস। পাশাপাশি গাজায় অবরোধ এবং নতুন সীমানা নির্ধারণও যে একেবারেই মেনে নেওয়া হবে না একথাও জানিয়েছেন তিনি। তবে ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানিয়েছেন, আমাদের সামনে একটা কঠিন লড়াই। কিন্তু শেষপর্যন্ত এই যুদ্ধে আমরাই জয়ী হব। এদিকে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর কাতারের মধ্যস্থতায় দোহায় ফের শান্তি-আলোচনায় বসে হামাস-ইজরায়েল। কিন্তু তা পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে খবর।

ইজরায়েল সরকারের প্রতিনিধি হিসাবে এ ধরনের বৈঠকে অংশ নিচ্ছিলেন তাদের গুপ্তচর সংস্থা মোসাদের কর্তারা। শোনা গিয়েছে, তাঁদের দেশে ফিরে আসতে বলা হয়েছে। কারণ হিসেবে ইজরায়েল জানিয়েছে ‘শান্তি’ বৈঠকে কাজের কাজ কিছু হচ্ছে না। এমন অবস্থায় রবিবার কাতার ব্রিটেনের সঙ্গে বৈঠকে বসতে চলেছে বলে খবর।

 

 

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version