Saturday, August 23, 2025

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সব রাজনৈতিকদলই। ঘুঁটি সাজানো হচ্ছে সেই ভাবেই। তবে, এর মধ্যেই ছন্দপতন। মেঘালয়ে তৃণমূল (TMC) ছাড়লেন সহ-সভাপতি জর্জ বি লিংডো। আচমকা এই দলত্যাগে অস্বস্তিতে শীর্ষ নেতৃত্ব। তবে, তৃণমূলের বিরুদ্ধে কোনও অভিযোগ জানাননি তিনি। ব্যক্তিগত কারণেই এই পদত্যাগ বলে জানিয়েছেন।

মেঘালয়ে ২০২১-এ ১২ জন বিধায়ক কংগ্রেস (Congress) ছেড়ে তৃণমূলে যোগ দেন। এর জেরে মেঘারাজ্যে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তৃণমূল। সেই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন লিংডো। তবে এ বছর মেঘালয়ে যে বিধানসভা নির্বাচন হয়েছিল তাতে তৃণমূলের পায় পাঁচটি আসন। উমরোই থেকে তৃণমূলের টিকিটে লড়ে হেরে গিয়েছেন লিংডোও। এবার লোকসভা ভোটের আগে তিনি দল ছাড়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। কোন দলে যোগ দেবেন লিংডো?

লোকসভা নির্বাচনে লিংডোকে শিলং আসনে প্রার্থী করার পরিকল্পনা ছিল তৃণমূলের (TMC)। যদিও মেঘালয়ে তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পিংরোপকে পদত্যাগপত্র পাঠিয়ে লিংডো জানিয়েছেন, ব্যক্তিগত কারণেই দলের সহ সভাপতি ও উমরোইয়ে ব্লক কমিটির সভাপতিত্ব ছাড়ছেন তিনি। ইস্তফাপত্রের কপি পাঠানো হয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছেও।

তৃণমূল ছেড়ে শাসকদল ন্যাশনাল পিপলস পার্টিতে (NPP) লিংডো যোগ দিতে পারেন বলে জল্পনা। তবে এবিষয়টি উড়িয়ে দিয়েছেন তিনি। এর আগে, বিধায়ক হিমালয় এম শাংপ্লিয়াং তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আবার দল বদলে যান এনপিপিতে। যদিও এনপিপি ইতিমধ্যেই তাদের শিলং ও তুরা লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করেছে। তবে, রবিবার চার রাজ্যের এবং সোমবার উত্তর-পূর্বের আরেক রাজ্য মিজোরামের নির্বাচনের ফলের পরে লিংডো কী করেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related articles

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...
Exit mobile version