উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী-রাজ্যপাল বৈঠক ফলপ্রসু

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবন সহমত ছিল না। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে

সোমবার বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় ঘন্টাখানেক বৈঠক করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে। এই বৈঠক ভালো হয়েছে, আলোচনা ফলপ্রসূ, একাধিক ইস্যুতে দু’তরফে সহমত, একথা নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজভবন সহমত ছিল না। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া তৈরি করার জন্য আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। অ্যাটর্নি জেনারেলকে বৈঠকের জন্য উদ্যোগ নিতে হবে। এরপরই সোমবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী।

তিনি জানান, রাজ্যের সঙ্গে রাজ্যপালেন বিবাদ বিষয়টি বলা ঠিক হয়। সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে তার দুটি পর্যায় রয়েছে। এক, অন্তর্বর্তীকালীন উপাচার্য ঠিক করা। দুই, উপাচার্য নিয়োগের জন্য ৫ সদস্যের কমিটি ঠিক করা। এনিয়ে কোনও দ্বিমত নেই।

আরও পড়ুন- ফের হিং.সা মণিপুরে, ১৩ মৃ.তদেহ উদ্ধার করল নিরাপত্তা বাহিনী

Previous articleনাম না করে শুভেন্দুকে ‘পকেটমার’ বলে তোপ অভিষেকের
Next articleস্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরকারের ক.ঠোর অবস্থান ফের একবার জানালেন মুখ্যমন্ত্রী