অনুমান করা হচ্ছিল অধিবেশনের প্রথম দিনে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ইস্যুতে উত্তাল হয়ে উঠবে লোকসভা। যদিও এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে নীরব রইল অধিবেশন। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে মহুয়া সংক্রান্ত রিপোর্ট পেশই হল না লোকসভায়। বরং সংসদে নিজের বক্তব্য রেখে হাসতে হাসতে বেরিয়ে গেলেন মহুয়া। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, “আগে রিপোর্ট পেশ করতে দিন, তার পর দেখা যাবে।”
টাকা নিয়ে প্রশ্ন তোলার মতো গুরুতর অভিযোগে এথিক্স কমিটির রিপোর্টে মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করা হয়েছে। এদিন সংসদে সেই রিপোর্ট পেশ হওয়ার কথা থাকলেও তা পেশ হয়নি বলেই জানা গিয়েছে। অবশ্য মহুয়া মামলায় এথিক্স কমিটির রিপোর্টে গোপনীয়তা ভঙ্গের অভিযোগ উঠেছে আগেই। স্পিকারের কাছে জমা পড়ার আগেই কীভাবে সেই রিপোর্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়ে গেল? সর্বদলীয় বৈঠকে এই প্রশ্ন তোলেন তৃণমূলের সংসদীয় দলনেতা ডেরেক ও’ব্রায়েন ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। অবশ্য সংসদ সূত্রে জানা যাচ্ছে, ‘টেকনিক্যাল’ সমস্যার জন্য সংসদে আজ এই রিপোর্ট পেশ হয়নি। সেক্ষেত্রে মঙ্গলবার পেশ হতে পারে এই রিপোর্ট।
উল্লেখ্য, সংসদে টাকা নিয়ে আদানি (Adani) গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ উঠেছে মহুয়ার বিরুদ্ধে। সংসদের এথিক্স কমিটি গত ৯ নভেম্বরের বৈঠকে এই ইস্যুতে তাঁর সাংসদ পদ খারিজের সুপারিশ করে। তার আগে কৃষ্ণনগরের সাংসদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এথিক্স কমিটির (Ethics Committee) সদস্যরা। এরপর মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করে রিপোর্ট পেশ করে এথিক্স কমিটি। অবশ্য শুরু থেকেই এই ঘটনায় মহুয়ার পাশে দাঁড়ান বিরোধী সাংসদরা। এদিন সংসদে সেই রিপোর্ট পেশ হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা পেশই হল না।