Saturday, May 3, 2025

বুধবার উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী, শিল্যান্যাস শিলিগুড়ির মেগা জল প্রকল্পের

Date:

আগামী বুধবার অর্থাৎ ৬ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সফরেই তিনি এবার শিলিগুড়ি শহরের মেগা জল প্রকল্পের শিলান্যাস করবেন। একই সঙ্গে বড়দিনের আগে উত্তরবঙ্গে এসে শিলিগুড়িবাসীকে একগুচ্ছ উপহার দিতে পারেন মুখ্যমন্ত্রী।

২০২২ সালের পুরনির্বাচনে শিলিগুড়ি পুরনিগমে প্রথমবারের জন্য একক ক্ষমতার জোরে বোর্ড গড়েছে তৃণমূল। তারপর থেকেই শহরের উন্নয়নের দিকে সব থেকে বেশি নজর দেওয়া হচ্ছে। সেই সূত্রেই শহরের বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিতে শিলিগুড়ি পুরনিগম ৫১১ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে। মুখ্যমন্ত্রী তাঁর সফরে এই প্রকল্পের শিলান্যাস তো করবেনই, সেইসঙ্গে মাটির নীচ দিয়ে বিদ্যুতের তার পাতার প্রকল্পের শিলান্যাসও করতে পারেন বলেই জানা গিয়েছে।

উত্তরবঙ্গ তো বটেই, রাজ্যের মধ্যে শিলিগুড়ি অন্যতম বড় শহর। একইসঙ্গে এই শহর হল দেশের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্ব ভারতে ঢোকার মূল প্রবেশদ্বার। অথচ সেই শহরেই দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যা রয়েছে। তৃণমূল এই শহরের পুরবোর্ডের ক্ষমতায় এসেই এই সমস্যা কাটাতে উদ্যোগী হয়েছে। সেই সূত্রেই শহরে à§«à§§à§§ কোটি টাকায় মেগা জলপ্রকল্প গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু’টি ভাগে এই প্রকল্পের রূপায়ণ ঘটানো হবে। প্রকল্পের প্রথম পর্যায়ের নির্মাণ কাজের বরাত ইতিমধ্যেই একটি ঠিকাদার সংখ্যাকে প্রদান করা হয়েছে।

প্রথম পর্যায়ে প্রায় ২০৬ কোটি টাকায় গজলডোবায় তিস্তা নদী থেকে পাইপে জল পরিস্রুত করার জন্য ফুলবাড়ির প্লান্টে নিয়ে আসা হবে। এবার আনুষ্ঠানিকভাবে সেই প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই শহরের ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানিয়েছেন, ‘শহরের জল সমস্যা মেটাতে অনেকদিন ধরেই চেষ্টা করছি। এজন্য মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মেগা জলপ্রকল্প রূপায়ণের প্রথম পর্যায়ের কাজকর্ম শুরু হয়েছে। সেই জল প্রকল্পের শিলান্যাস মুখ্যমন্ত্রীর হাত দিয়ে করানোর কথা ঘোষণা করেছিলাম। কয়েকদিন পরই মুখ্যমন্ত্রী শহরে আসবেন। তাঁকে দিয়ে এবার সেই প্রকল্পের শিলান্যাস করানো হবে।

আরও পড়ুন- ‘বাংলা থেকেই শুরু হবে ঘুরে দাঁড়ানোর ল.ড়াই’! হলদিয়ায় মেলা উদ্বোধনে এসে মন্তব্য মদনের

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version