Saturday, May 3, 2025

প.রাজয় থেকে শিক্ষা নেওয়ার বার্তা! শীতকালীন অধিবেশন শুরুর আগে বিরোধীদের খোঁ.চা মোদির

Date:

সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন (Parliament Winter Session)। এদিন অধিবেশন শুরুর আগে নয়া সংসদ ভবন চত্বরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, নতুন সংসদ ভবনে এবার আমরা দীর্ঘ সময় ধরে কাজ করার সুযোগ পাব। নতুন সংসদ ভবন নিয়ে সকলের মতামতকে স্বাগত। ভুল-ত্রুটি বা অন্য কিছু নজরে পড়লে অবশ্যই জানাবেন। তবে এদিন রাখঢাক না রেখেই প্রধানমন্ত্রী বিরোধীদের (Opponents) কড়া ভাষায় বার্তা দেন, বিরোধীদের কাছে এটা সুযোগ। এরপরই প্রধানমন্ত্রী বলেন, হার থেকে শিক্ষা নিয়ে যদি আগামী দিনে ইতিবাচকভাবে এগিয়ে যান, গত ৯ বছরের নেতিবাচক মানসিকতাকে ঝেড়ে ফেলতে পারেন, তাহলে দেশের মানুষও আপনাদের অন্য চোখেই দেখবে।

এরপরই প্রধানমন্ত্রী কটাক্ষের সুরে বলেন, শুধু বিরোধিতায় গলা ফাটিয়ে, রাগ দেখিয়ে লাভ নেই। আপনাদের এই ছবি লোকতন্ত্রের জন্য ভাল নয়। তবে চলতি শীতকালীন অধিবেশনে নয়া সংসদ ভবন বিরোধীদের একাধিক দাবিতে উত্তপ্ত হতে পারে। বাংলার বঞ্চনা সহ একাধিক দাবিতে শীতকালীন অধিবেশনে সংসদের ভিতরে ও বাইরে বিক্ষোভ প্রদর্শনে সামিল হতে পারেন তৃণমূল সাংসদরা। তবে এদিন অধিবেশন শুরুর কিছুক্ষণের মধ্যেই বিরোধীদের হইহট্টগোলের জেরে দুপুর ১২টা পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। এদিন গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিএসপি সাংসদ দানিশ আলি সংসদের ভিতরেই বিজেপি সাংসদ রমেশ বিদুরির কুকথার জন্য কড়া পদেক্ষেপের আর্জি জানালে উত্তাল হয়ে ওঠে সংসদ। আর সেকারণেই শুরুর কিছুক্ষণের মধ্যে মুলতুবি হয়ে গেল শীতকালীন অধিবেশন।

পাশাপাশি এদিন মোদি আরও বলেন, বিপুল জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতায় এসেছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর কথায় উঠে আসে চার শ্রেণির ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। যখন সুশাসন হয়, তখন সরকারের উপরে অনাস্থা শব্দটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। মোদি এরপরই সকল সাংসদদের অনুরোধ জানান, লোকতন্ত্রের এই মন্দির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। সকল সাংসদকে অনুরোধ করছি, আপনারা প্রস্তুতি নিয়ে আসুন। বিল নিয়ে আলোচনা হোক। চর্চা না হলে, সংসদ কীভাবে চলবে? সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। এই প্রথমবার নতুন সংসদ ভবনে পূর্ণ অধিবেশন হচ্ছে। তবে অধিবেশন শুরুর সাফল্য কামনা করে এক্স হ্যান্ডেলে টুইট করেন মোদি।

 

 

 

 

Related articles

আইএএস-আইপিএসদের নয়া ইউনিফায়েড পেনশন প্রকল্প চালুর সিদ্ধান্ত রাজ্যের

সর্বভারতীয় ক্যাডারের অন্তর্গত আইএএস, আইপিএস সহ অন্যান্য আধিকারিকদের জন্য রাজ্য সরকার নতুন ইউনিফায়েড পেনশন প্রকল্পের (Unified Pension Scheme)...

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...
Exit mobile version