Thursday, November 13, 2025

দলে প্রবীণদের অবশ্যই প্রয়োজন, তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার: অবস্থান স্পষ্ট করলেন অভিষেক

Date:

Share post:

দলের প্রবীণ-নবীন সদস্যদের নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, দমদম বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”দলে প্রবীণদের দরকার অবশ্যই। তবে ঊর্ধ্বসীমা থাকা দরকার। কারণ বয়স হলে মানুষের কাজের ক্ষমতা কমে যায়। সেই বিষয়টা মাথায় রাখতে হবে।”

এদিন বাংলার উত্তরে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি প্রবীণের প্রতিক্রিয়া দেন অভিষেক। তাঁর মতে, ”শুধু দল বলে নয়, যে কোনও জায়গায় আমি মনে করি, উর্ধ্বসীমা থাকা দরকার। যে পরিশ্রম একজন পঞ্চাশ বছরের মানুষ বা চল্লিশ বছরের মানুষ করতে পারেন, সেটা কোনও দিন আমার বয়স বেড়ে গেলে করতে পারব না। তবে প্রবীণদেরও প্রয়োজন। তাঁদের অভিজ্ঞতা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।”

তবে, বৃদ্ধতন্ত্র কংগ্রেসকে প্রবল কটাক্ষ করেন অভিষেক (Abhishek Banerjee)। তাঁর কথায়, ”কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব হয়ত ক্ষমতা কুক্ষিগত করার জন্যই তরুণদের তেমন সুযোগ দেয় না। তাদের একপাশে সরিয়ে রাখে। কিন্তু যোগ্যতা থাকলে কাউকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না।” তবে, অভিষেক স্পষ্ট জানান, ”নতুন তৃণমূল (TMC) বা পুরনো তৃণমূল বলে কিছু নেই।  আমি বলেছিলাম, যাঁরা ২০১১ সালে সিপিএমের ৩৪ বছরের জগদ্দল পাথরকে সরানোর জন্য রক্ত, ঘাম দিয়ে পরিশ্রম করেছেন, তাঁদের দল ফের লড়াইয়ের সুযোগ দেবে। সেইমতোই কাজ হয়েছে। নতুন তৃণমূল মানে এমন নয় যে ২০,৩০ বা ৪০ বছরের লোকজন আলাদা দল করছে।”

একই সঙ্গে ফের মহুয়া মৈত্র নিয়ে অভিষেক জানান, নিজের লড়াই নিজেই লড়তে পারবেন মহুয়া। দল পাশে আছে। মোদি সরকারের এজেন্সি রাজকে তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর কথায়, ডবল ইঞ্জিন মানে তো ইডি আর সিবিআই! ২০২১ এর পর কোনও নির্বাচনেই বিজেপি জিততে পারেনি এই রাজ্যে। এর পরেই শুভেন্দুকে তোপ দেগে অভিষেক বলেন, যে চোর চোর করে চেঁচিয়ে চলেছে, তাকেই তো টিভির পর্দায় টাকা নিতে দেখা গিয়েছে, নাম না করে শুভেন্দুকে তোপ অভিষেকের। কটাই করে অভিষেক বলেন, “বিজেপি নেতারা পকেটমার। নিজেরাই পকেট মেরে চোর বলে চিৎকার করছে।“

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...