Sunday, August 24, 2025

সময়ের অভাব,পরিকাঠামো সমস্যায় এবছরও হবে না শান্তিনিকেতনের পৌষ মেলা

Date:

শেষ পর্যন্ত এবছরও হবে না শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। শনিবার একথা জানিয়ে দিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। সময়ের অভাব, পরিকাঠামোর সমস্যায় পৌষমেলা এ বছর করা সম্ভব নয় বলে জানিয়ে দিল বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্ট।এর পরই গীতবিতান মঞ্চে বিকল্প হস্তশিল্প মেলার কথা ঘোষণা করেন বিধায়ক চন্দ্রনাথ সিনহা।তিনি জানান, রাজ্য সরকারের উদ্যোগে ২৩ ডিসেম্বর থেকে হবে এই মেলা।

গত বছরও করোনার জেরে হয়নি পৌষ মেলা। এবছরও মেলার আয়োজনে সময়ের অভাবের কথা জানিয়েছে বিশ্বভারতী। মেলা আয়োজনের মতো সামর্থ্য তাদের নেই বলে দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যার জেরে পৌষ মেলার ভাগ্য বিশ বাঁও জলে।

যদিও স্থানীয় হস্তশিল্পীদের সুযোগ করে দিতে গীতবিতান মঞ্চে হস্তশিল্প মেলার আয়োজন করবে রাজ্য সরকার। শনিবার মেলা প্রাঙ্গন পরিদর্শন করেন স্থানীয় বিধায়ক চন্দ্রনাথ সিনহা। এর পর তিনি ঘোষণা করেন, বোলপুরের আশপাশের হস্তশিল্পীদের সুযোগ করে দিতে এই মেলা হবে। পৌষ মেলা না হওয়ায় এই মেলায় ভালো ভিড় হবে বলে আশা করছি।বেশ কয়েক বছর ধরে পৌষমেলা নিয়ে নানা টানাপোড়েন চলছে। পৌষমেলায় দূষণ ছড়ানোর অভিযোগে আদালতের নির্দেশে নানান বদল করতে হয়েছে।এমনকী মেলার মাঠে পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জেরে শান্তিনিকেতনে উত্তেজনা ছড়ায়।

রবীন্দ্রভবনের স্পেশাল অফিসার নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, যে প্রাক্তন উপাচার্য মেলা বন্ধ করে জনমানসে অভিযুক্ত, তিনি অবসর নিয়েছেন ৮ নভেম্বর। তারপর এতদিনেও পৌষমেলা নিয়ে দক্ষ, অভিজ্ঞ আধিকারিক, কর্মী এবং অধ্যাপকদের নিয়ে একটা সাহসী, নিরপেক্ষ কমিটি হয়নি কেন? তিনি লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত’ বলে ইদানীং যেসব সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মূলস্রোতের বিরাট একটা অংশের কোনও যোগাযোগ নেই।

 

Related articles

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...
Exit mobile version