Monday, January 12, 2026

তমলুকে সমবায় নির্বাচনে বিপুলভাবে জয় পেল তৃণমূল

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরে এগিয়েই চলেছে তৃণমূলের জয়রথ। আর মুখ পুড়ছে বিজেপির। তারা যে ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে, বিভিন্ন সমবায় নির্বাচনই তার বড় উদাহরণ হয়ে উঠেছে। তমলুকে ফের সমবায় সমিতির নির্বাচনে বিপুলভাবে জিতল তৃণমূল কংগ্রেস।

দিনকয়েক আগেই বিজেপি এবং বামের রামধনুজোটকে পরাস্ত করে, তমলুকের ধলহরা খণ্ডগ্রাম সমবায় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তার রেশ কাটতে না কাটতেই, এবার তমলুক ব্লকের পিপুলবেড়িয়া-২ পঞ্চায়েতের অধীন শ্রীরামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির সবকটি আসনে জয়ী হল তৃণমূল। এই সমবায়ের মোট ১৩ আসনে ভোট হয়। তৃণমূল ১৩টি, বিজেপি ১৩টি এবং সিপিএম চারটি আসনে প্রার্থী দিয়েছিল। ৭৫০ জন ভোট দেন। তৃণমূল কংগ্রেস সবকটি আসনেই জয়ী হয়। পিপুলবেড়িয়া-১ ও ২ এবং বিষ্ণুবাড়- ২ পঞ্চায়েত এলাকা থেকে এই সমবায় সমিতির সদস্যরা ভোট দেন। জয়ের পর তৃণমূল কংগ্রেস সমর্থকেরা সবুজ আবির মেখে উল্লাস প্রকাশ করেন।

জয়ের পর পিপুলবেড়িয়া ২ অঞ্চল তৃণমূল সভাপতি রঙ্গলাল রোহিত বলেন, এই সমবায়ের তৃণমূল কংগ্রেসের জয়ী ১৩জন প্রার্থীর সবাই প্রায় ২০০-র মতো ভোটের লিড পেয়েছেন। আবার কৃষি সমবায় উন্নয়ন মঞ্চের যুগ্ম আহ্বায়ক তথা তৃণমূলের পঞ্চায়েত প্রধান নিশিকান্ত মেট্যা বলেন, সমবায়কে আরও স্বচ্ছভাবে পরিচালনা করাই আমাদের লক্ষ্য। আমাদের জয়ী করার জন্য সমবায়ের সকল সদস্যকে কৃতজ্ঞতা জানাই। তমলুকে পরপর দুটি সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করায়, এলাকার বিধায়ক সৌমেন মহাপাত্র সংশ্লিষ্ট জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন- আসেনি আমন্ত্রণ পত্র, ইন্ডিয়া জোটের বৈঠকে থাকছেন না মুখ্যমন্ত্রী-অভিষেক

 

spot_img

Related articles

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...