Saturday, May 3, 2025

আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ই লক্ষ‍্য লাল-হলুদের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। এই ম‍্যাচে জয়ের লক্ষ‍্যে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। হারের হ্যাটট্রিক করে শেষ ম্যাচে চেন্নাই থেকে এক পয়েন্ট নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। সমর্থকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, খুব দ্রুত ছবিটা বদলাবে। হয়তো সোমবার থেকেই। কিন্তু নর্থইস্ট ভাল খেলছে। ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট তালিকায় তিন ধাপ এগিয়ে তারা। তাই কাজটা সহজ হবে না ক্লেটন সিলভাদের।

নর্থইস্ট যেভাবে নিজেদের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে উপরে উঠছে, সেভাবে ইস্টবেঙ্গলও নিজেদের মেলে ধরবে। শুধু ভুল শুধরে ম্যাচ শেষ করতে চাইছেন লাল-হলুদ কোচ। ফুটবলারদের উপর কুয়াদ্রাতের অগাধ আস্থা। কিন্তু গোল করেও যে ৭০ মিনিটের পর লিড ধরে রাখা যাচ্ছে না। রক্ষণে ফাঁকফোকর ভরাট করতে হিমশিম খাচ্ছেন কোচ। এই নিয়ে ম্যাচের আগের দিন কুয়াদ্রাত বলেন, “আমরা গোল করার মতো পরিস্থিতি তৈরি করছি। গোলও করছি। কিন্তু ম্যাচ শেষ করতে পারছি না। ছেলেরা ছবিটা বদলে দিতে চায়। একটা জয়ই পরিস্থিতি বদলে দেবে। আমরা হয়তো শেষ চার ম্যাচ জিততে পারিনি। ঘরের মাঠে ফের ম্যাচ খেলব। আশা করছি, নর্থইস্ট ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে।”দলকে অনুপ্রাণিত করার কাজটাও করতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। কুয়াদ্রাত বলছেন, ব্যর্থতা কাটাতে দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখার কাজটাও জরুরি।

এদিকে, স্প্যানিশ মিডিও বোরহা হেরেরা এখনও পুরো ফিট নন। তাঁকে নিয়ে অস্বস্তি বাড়ছে শিবিরে। চোট আছে ভিপি সুহের-সহ আরও কয়েকজনের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img
spot_img

Related articles

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...

বেলগাছিয়ায় ভাগাড় ধসে নিকাশি বিপর্যয়, যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু কেএমডিএ-র 

হাওড়ার বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডে মার্চের শেষের দিকে ঘটে যাওয়া ধসের পর পার্শ্ববর্তী ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে...

ইস্তফা দেওয়ার পরই বিস্ফোরক টুটু

মোহনবাগানের নির্বাচনে(Mohunbagan Election) সৃঞ্জয় বোসের(Srinjoy Bose) হয়েই এবার প্রচারে টুটু বোস(Tutu Bose)। পরিবারে ভাঙনের অভিযোগ থেকে লোভ, মোহন...

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! অভিযুক্তকে ২০ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি আদালত 

নাবালিকাকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ২০ বছরের কঠোর কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা...