Friday, January 30, 2026

আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল, ভুল শুধরে জয়ই লক্ষ‍্য লাল-হলুদের

Date:

Share post:

আজ আইএসএল-এর পরবর্তী ম‍্যাচে নামছে ইস্টবেঙ্গল এফসি। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। এই ম‍্যাচে জয়ের লক্ষ‍্যে নামছে কার্লোস কুয়াদ্রাতের দল। হারের হ্যাটট্রিক করে শেষ ম্যাচে চেন্নাই থেকে এক পয়েন্ট নিয়ে এসেছে ইস্টবেঙ্গল। সোমবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে নামার আগে আত্মবিশ্বাসী লাল-হলুদের স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত। সমর্থকদের আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, খুব দ্রুত ছবিটা বদলাবে। হয়তো সোমবার থেকেই। কিন্তু নর্থইস্ট ভাল খেলছে। ইস্টবেঙ্গলের থেকে পয়েন্ট তালিকায় তিন ধাপ এগিয়ে তারা। তাই কাজটা সহজ হবে না ক্লেটন সিলভাদের।

নর্থইস্ট যেভাবে নিজেদের পারফরম্যান্সে উন্নতি ঘটিয়ে উপরে উঠছে, সেভাবে ইস্টবেঙ্গলও নিজেদের মেলে ধরবে। শুধু ভুল শুধরে ম্যাচ শেষ করতে চাইছেন লাল-হলুদ কোচ। ফুটবলারদের উপর কুয়াদ্রাতের অগাধ আস্থা। কিন্তু গোল করেও যে ৭০ মিনিটের পর লিড ধরে রাখা যাচ্ছে না। রক্ষণে ফাঁকফোকর ভরাট করতে হিমশিম খাচ্ছেন কোচ। এই নিয়ে ম্যাচের আগের দিন কুয়াদ্রাত বলেন, “আমরা গোল করার মতো পরিস্থিতি তৈরি করছি। গোলও করছি। কিন্তু ম্যাচ শেষ করতে পারছি না। ছেলেরা ছবিটা বদলে দিতে চায়। একটা জয়ই পরিস্থিতি বদলে দেবে। আমরা হয়তো শেষ চার ম্যাচ জিততে পারিনি। ঘরের মাঠে ফের ম্যাচ খেলব। আশা করছি, নর্থইস্ট ম্যাচের রেজাল্ট আমাদের পক্ষেই থাকবে।”দলকে অনুপ্রাণিত করার কাজটাও করতে হচ্ছে ইস্টবেঙ্গল কোচকে। কুয়াদ্রাত বলছেন, ব্যর্থতা কাটাতে দলকে মানসিকভাবে উজ্জীবিত রাখার কাজটাও জরুরি।

এদিকে, স্প্যানিশ মিডিও বোরহা হেরেরা এখনও পুরো ফিট নন। তাঁকে নিয়ে অস্বস্তি বাড়ছে শিবিরে। চোট আছে ভিপি সুহের-সহ আরও কয়েকজনের।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

দুদিনের সফরে শহরে শাহ: ‘জিতবই’ বার্তা দলীয় কর্মীদের

বাংলায় নির্বাচন শুরুর ঘণ্টা বাজার আগেই রাজনৈতিক ডেইলি প্যাসেঞ্জারিতে বিজেপির শীর্ষ নেতৃত্বরা। প্রতি সপ্তাহে প্রধানমন্ত্রী, সভাপতি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর...

কমিশনের জন্য পেশায় টান: হাই কোর্টের দ্বারস্থ LIC কর্মীরা, ব্যাখ্যা তলব আদালতের

রাজ্যের কর্মীদের পরে এবার কেন্দ্র সরকারের কর্মীরাও এসআইআর-এর অপরিকল্পিত পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুললেন। পর্যবেক্ষক পদে নিযুক্ত এলআইসি (LIC)...

রাজ্য পুলিশের নতুন ডিজি পীযূষ পাণ্ডে, রাজ্যজুড়ে পুলিশ আধিকারিকদের ব্যাপক রদবদল

নির্বাচনের আগে রাজ্য পুলিশের গুরুত্বপূর্ণ সব পদে রদবদলের ঘোষণা হল শুক্রবার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের অবসরগ্রহণের আগেই...

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...