Saturday, November 15, 2025

পালাবদলের ধারা অব্যাহত মিজোরামেও, সরকার গড়তে চলেছে লালডুহোমার দল ZPM

Date:

Share post:

বাকি ৪ রাজ্যের ধারা অব্যাহত রেখে এবার মিজোরামেও পালাবদল। দলগঠনের মাত্র ৫ বছরের মধ্যে রাজ্যে সরকার গঠন করতে চলেছে জোরাম পিপলস মুভমেন্ট না ZPM দল। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী, ৪০ আসনের মিজোরাম রাজ্যে ম্যাজিক ফিগার ২১। সেখানে ২৭ টি আসনে জয় পেয়েছে ZPM। অন্যদিকে গতবারের শাসকদল মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF এবার পেয়েছে মাত্র ১০ টি আসন। অন্যদিকে, বিজেপি ২ আসন ও কংগ্রেস এক আসনে জয় পেয়েছে।

২০১৮ সালে বেশ কয়েকটি রাজনৈতিক দলকে একত্রিত করে গঠিত হয় জেডপিএম। সেই বছরই প্রথমবার বিধানসভা নির্বাচনে লড়ে আটটি আসনে জয় পায় প্রাক্তন আইপিএস লালডুহোমার দল। রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসে তারা। এরপর ১০ বছর অন্তর মিজোরামে সরকার বদলের ধারা বদলে ফেলে মাত্র ৫ বছরেই বিজেপির ‘শরিক’ এমএনএফকে গদিচ্যুত করল ZPM। অন্যদিকে, এই নির্বাচনে শুধু MNF-এর হার নয়, একইসঙ্গে নিজ কেন্দ্রে হেরেছেন মিজোরামের অত্যন্ত প্রভাবশালী নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। এদিকে জয় নিশ্চিত হওয়ার পর জেডপিএম নেতা তথা মিজোরামের হবু মুখ্যমন্ত্রী লালডুহোমা বলেন, আগামিকাল কিংবা তার পরে কোনও দিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের আর্জি জানাবেন তিনি। চলতি মাসেই শপথগ্রহণ অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন।

এদিকে বাকি ৩ রাজ্যের মতো মিজোরামেও করুণ পরাজয়ের মুখে পড়তে হয়েছে কংগ্রেসকে। ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত মিজোরামে ক্ষমতায় থাকা কংগ্রেস(Congress) এবার এখানে পেয়েছে মাত্র একটি আসন। পাশাপাশি ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মিজো ন্যাশনাল ফ্রন্টের সঙ্গে জোট করে মিজোরামে ক্ষমতায় থাকা বিজেপি এবার পেয়েছে মাত্র ২ টি আসন।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...