Wednesday, November 12, 2025

সামনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ, তার আগে বুমরাহকে বিশেষ পরামর্শ নীরজের

Date:

সদ‍্য শেষ হয়েছে ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে চ‍্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। গোটা টুর্নামেন্টে ভালো খেলেও ফাইনালে হারের মুখ দেখে রোহিত শর্মার দল। এই টুর্নামেন্টে দুরন্ত বোলিং করেন যশপ্রীত বুমরাহ। তবে বুমরাহর কিছু পরিবর্তন আছে বলে মনে করছেন অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। বিশ্বকাপে ভারতের প্রায় সব ম্যাচই দেখেছেন নীরজ। পর্যবেক্ষণ করেছেন বুমরাহকে। চোট সারিয়ে ফিরে আসার পর বুমরাহ রান আপ কিছুটা কমিয়ে দিয়েছেন। আর এটাই পছন্দ নয় নীরজের। নীরজের মতে, রান আপ কমিয়ে ফেলার প্রভাব পড়ছে বুমরাহর বলের গতিতে।

এই নিয়ে নীরজ বলেন,”বুমরাহকে আমার বেশ ভাল লাগে। ওর বল করার ভঙ্গিটা বেশ মজার। আমার মতে, ওর বোলিং রান আপ আর একটু বড় করা উচিত। তাতে বলের গতি বৃদ্ধি করতে সুবিধা হবে। একজন জ্যাভলিন থ্রোয়ার হিসাবে বলতে পারি, একজন বোলার কীভাবে তার বলে আরও গতি যোগ করতে পারে। কীভাবে বল ছাড়লে আরও ভাল ফল পেতে পারে। বুমরাহর সবই ভাল। শুধু বল করার জন্য আর একটু পিছন থেকে দৌড় শুরু করলে ভাল হতে পারে।”

স্বপ্ন দেখেছিলেন বিশ্বচ‍্যাম্পিয়ন হবে ভারত। তবে সেই স্বপ্ন ভেঙে যায়। স্বপ্ন ভেঙে যাওয়ায় হতাশ নীরজ। এই নিয়ে তিনি বলেন,” দেখে মনে হয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা মানসিকভাবে কিছু ভাল জায়গায় ছিল। মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকে মাঠে নেমেছিল। ওদের বল করা দেখেই বুঝেছিলাম, মানসিকভাবে কতটা শক্তিশালী। শেষ পর্যন্ত আমার ধারণাই ঠিক হয়েছিল। ওরা আসলে জানে, নিজেদের খেলাটা কখন, কী ভাবে খেলতে হয়।”

আরও পড়ুন:বাইজু’সের কাছে ১৬০ কোটা টাকা বকেয়া বাকি বিসিসিআইয়ের, স্পনসরকে নোটিশ আদালতের

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version