Monday, August 25, 2025

ভু.য়ো জব কার্ডের তালিকায় শীর্ষে যোগীরাজ্য! দেবের প্রশ্নের উত্তরে জানালেন নিরঞ্জন জ্যোতি

Date:

ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার! জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করে কেন্দ্রের শাসকদল BJP। অথচ লোকসভায় পেশ করা সরকারি তথ্য অনুযায়ী মনরেগার ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে BJP শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh)।

মঙ্গলবার, লোকসভায় তৃণমূল (TMC) সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari) তথা দেব লিখিত প্রশ্নে জানতে চান, কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড রয়েছে? উত্তরে লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির পেশ করা তথ্য অনুযায়ী,

  • বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪৬৪। একইভাবে অন্যান্য BJP শাসিত রাজ্যগুলিও উত্তরপ্রদেশকে অনুসরণ করে ভুয়ো জব কার্ড তালিকার শীর্ষ রয়েছে।
  • বিজেপির জোটসঙ্গী বিজেডি শাসিত ওড়িষাতেও ভুয়ো জবকার্ডের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩৩৩।
  • আরেক বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭ হাজার ৮৫৯।
  • অসমে সংখ্যাটা ৭ হাজার ৯৮৮।

বিজেপি শাসিত রাজ্যের থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ীই অনেক পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করার জন্য ভুয়ো জব কার্ড-সহ একাধিক ইস্যুকে বারবার সামনে এনেছে যেখানে বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যেখানে ভুয়ো জবকার্ডের তালিকায় শীর্ষ রয়েছে সেখানে ১০০ দিনের কাজের কোনও টাকা আটকানো হয়নি। অথচ বাংলা যখন তালিকার নীচের দিকে, তখন সেই রাজ্যের প্রাপ্য আটকানো হয়েছে। এর থেকে স্পষ্ট, এতদিন ধরে বিরোধীদের করে আসো অভিযোগের সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করতে চাইছে মোদি সরকার।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version