Monday, November 10, 2025

ভু.য়ো জব কার্ডের তালিকায় শীর্ষে যোগীরাজ্য! দেবের প্রশ্নের উত্তরে জানালেন নিরঞ্জন জ্যোতি

Date:

ফের প্রকাশ্যে কেন্দ্রীয় সরকারের মিথ্যাচার! জব কার্ড নিয়ে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করে কেন্দ্রের শাসকদল BJP। অথচ লোকসভায় পেশ করা সরকারি তথ্য অনুযায়ী মনরেগার ভুয়ো জব কার্ডের তালিকায় শীর্ষে রয়েছে BJP শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশ (Uttarpradesh)।

মঙ্গলবার, লোকসভায় তৃণমূল (TMC) সাংসদ দীপক অধিকারী (Dipak Adhikari) তথা দেব লিখিত প্রশ্নে জানতে চান, কোন রাজ্যে কত ভুয়ো জব কার্ড রয়েছে? উত্তরে লোকসভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির পেশ করা তথ্য অনুযায়ী,

  • বিজেপি শাসিত উত্তরপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৪৬৪। একইভাবে অন্যান্য BJP শাসিত রাজ্যগুলিও উত্তরপ্রদেশকে অনুসরণ করে ভুয়ো জব কার্ড তালিকার শীর্ষ রয়েছে।
  • বিজেপির জোটসঙ্গী বিজেডি শাসিত ওড়িষাতেও ভুয়ো জবকার্ডের সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৩৩৩।
  • আরেক বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশে ভুয়ো জব কার্ডের সংখ্যা ২৭ হাজার ৮৫৯।
  • অসমে সংখ্যাটা ৭ হাজার ৯৮৮।

বিজেপি শাসিত রাজ্যের থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ীই অনেক পিছিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। অথচ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে বঞ্চিত করার জন্য ভুয়ো জব কার্ড-সহ একাধিক ইস্যুকে বারবার সামনে এনেছে যেখানে বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ যেখানে ভুয়ো জবকার্ডের তালিকায় শীর্ষ রয়েছে সেখানে ১০০ দিনের কাজের কোনও টাকা আটকানো হয়নি। অথচ বাংলা যখন তালিকার নীচের দিকে, তখন সেই রাজ্যের প্রাপ্য আটকানো হয়েছে। এর থেকে স্পষ্ট, এতদিন ধরে বিরোধীদের করে আসো অভিযোগের সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার অর্থাৎ শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই পশ্চিমবঙ্গকে আর্থিকভাবে অবরুদ্ধ করতে চাইছে মোদি সরকার।


Related articles

সিনেমা দেখে খুনের ছক! স্ত্রীকে পুড়িয়ে নদীতে ছাই ফেলে থানায় অভিযোগ স্বামীর

সিনেমা দেখেই পরিকল্পনা! ‘দৃশ্যম’ দেখে অপরাধের ছক কষেছিলেন পুনের (Pune) বাসিন্দা সমীর যাদব। ৩৮ বছরের স্ত্রী অঞ্জলি যাদব...

১ ডিসেম্বর থেকে নয়া হারে আবগারি শুল্ক কার্যকর! রাজ্যে কত হচ্ছে সুরার দাম

শীতের শুরুতে মৌতাতের পরিকল্পনা করলে, সেই আনন্দে কিছুটা ধাক্কা। কারণ পশ্চিমবঙ্গে (West Bengal) বাড়ছে সব ধরনের মদের  দাম...

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...
Exit mobile version