Tuesday, November 4, 2025

চলতি বছরের অগাস্ট মাসে চাঁদের বুকে নিজের কীর্তি স্থাপন করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা (ISRO ) সংস্থা। চন্দ্রযান-৩-এর (Chandrayaan 3) সফল ল্যান্ডিং তৈরি করেছিল ইতিহাস। এরপর এক পক্ষকাল ধরে বিক্রম আর প্রজ্ঞানের যুগলবন্দিতে চাঁদ থেকে একের পর এক তথ্য সংগ্রহ করেছে ISRO। তবে এবার সংস্থার মুকুটে নয়া পালক। চন্দ্রযান-৩-এর প্রোপালশন মডিউলকে (Propulsion Module) সফলভাবে পৃথিবীর কক্ষপথে ফিরিয়ে আনল ইসরো (ISRO)।

চন্দ্রযান-৩-এর সাফল্যের অন্যতম বড় দায়িত্ব পালন করেছে এই মডিউল। বলা যেতে পারে এতে চেপেই চাঁদে পৌঁছেছিল বিক্রম ল্যান্ডার। বিক্রমের দফায় অবতরণের পর, এতদিন চাঁদের কক্ষপথেই ঘুরছিল প্রোপালশন মডিউল।এই অংশটিকে পৃথিবীর কাছাকাছি ফিরিয়ে আনলেন মহাকাশ বিজ্ঞানীরা। ইসরোর সাফল্যর মুকুটে জুড়ে গেল আরও এক পালক। যদিও কাজটা সহজ ছিল না কিন্তু এই ঘটনায় ভবিষ্যতে চন্দ্র অভিযানের জন্য অনেক বড় একটা দিক খোলা রাখলেন বিজ্ঞানীরা। এক কথায় বলতে গেলে আগামিতে চাঁদ থেকে নমুনা নিয়ে ফেরার অভিযানের ট্রায়াল দিয়ে রাখল ISRO। গত ২৩ অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে বিক্রমের অবতরণের পর দেখা যায় প্রোপালশন মডিউলে অনেকটা জ্বালানি অবশিষ্ট রয়েছে। বিজ্ঞানীরা ওই অতিরিক্ত জ্বালানিকে কার্যকরভাবে ব্যবহার করে প্রোপালশন মডিউলের আয়ু আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন। এরপর, সতর্কতার সঙ্গে পৃথিবীর জিও বেল্টের আঘাত থেকে বাঁচিয়ে প্রোপালশন মডিউলকে চাঁদ থেকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য তার গতিপথ পরিবর্তনের পরিকল্পনা করা হয়। তাতেই সফল ISRO।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version