Thursday, November 6, 2025

ব্যক্তিগত জিনিস চেয়েও ফেরত পাচ্ছেন না, ইডির বিরুদ্ধে আদালতে নালিশ মানিকের

Date:

শিক্ষক নিয়োগ মামলায় তাঁর গ্রেফতারি নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছিল।এবার ইডির বিরুদ্ধে সরাসরি আদালতে নালিশ করলেন বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ দুর্নীতি মামলায় মাঝরাতে ইডি দফতরে গ্রেফতার করা হয় তাকে।বর্তমানে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর স্ত্রী ও পুত্রকেও গ্রেফতার হতে হয়েছিল। কিন্তু সেই থেকে এখনও পর্যন্ত বেশ কিছু জিনিস নাকি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফেরত দেয়নি তাঁকে বলে অভিযোগ তুললেন মানিক। তাঁর ব্যক্তিগত জিনিস আটকে রাখা হয়েছে বলে রীতিমতো নালিশ করলেন তিনি।

কী সেই জিনিস? আংটি, পৈতে, মাদুলি- এসব নাকি বারবার চেয়েও পাচ্ছেন না তিনি। মঙ্গলবার নিয়োগ মামলার শুনানিতে বিচারকের কাছে এমনই অভিযোগ জানান তিনি।এদিন আদালতে বিচারকের উদ্দেশে মানিক ভট্টাচার্য বলেন, গত বছরের ১০ অক্টোবর গভীর রাতে ইডি অফিসাররা আমার কিছু ব্যক্তিগত জিনিস নিয়ে নেন।বিচারকের প্রশ্নের জবাবে মানিক জানান, গ্রেফতারের দিন ইডি অফিসাররা রাত ১২ টা নাগাদ কিছু জিনিস নিয়ে নেন। একাধিকবার বলেছি। বারবার বলছে দিয়ে দেবে, কিন্তু দিচ্ছে না।

মানিক আরও জানান, তিনি পিপি-কে বলেছেন। এ কথা শুনে বিচারক বলেন, “তাহলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান।” মানিক আবেদন করলে নির্দিষ্ট নির্দেশ দেবেন বলে জানিয়েছেন বিচারক।এই নালিশ শুনে অন্যান্য আইনজীবীরা পরস্পরের মুখের দিকে তাকাতে শুরু করেন। কারণ এগুলি ইডি আটকে রেখেছে কেন?‌ তা কেউ বুঝতে পারছেন না।

মানিক আদালতে জানান, তিনি পাবলিক প্রসিকিউটরকে বলেছেন। বিচারক বলেন, তা হলে আমাকে আবার বলছেন কেন? নির্দিষ্ট ফোরামে জানান। মানিক আবেদন করলে তখন পরবর্তী নির্দেশ দেবেন বলে জানান বিচারক।

 

 

Related articles

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...

বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া

অবাক কাণ্ড! কলকাতা বিমানবন্দরে থাই এয়ারওয়েজের এক যাত্রীর ব্যাগ খুলতেই বেরিয়ে এল দুটি ছোট বাঁদর। কিন্তু আশ্চর্যের বিষয়...

জামিন পেলেন না জীবনকৃষ্ণ, জেল হেফাজত ১৮ নভেম্বর পর্যন্ত

নিয়োগ মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার জামিনের আবেদন খারিজ করল বিশেষ ইডি আদালত। বৃহস্পতিবার বিচার ভবনে শুনানি...
Exit mobile version