মঙ্গলবার সকালে অফিস যাওয়ার পথে মেট্রো বিভ্রাটে (Metro harrasment) জেরবার যাত্রীরা। সূত্রের খবর বিদ্যুৎ বিভ্রাটের কারণে পার্কস্ট্রিটে (Park Street Metro) মেট্রো চলাচল বন্ধ। সেই কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা। কলকাতা মেট্রোরেলের (Kolkata Metro) আধিকারিকরা বলছেন বিদ্যুৎ সংযোগে সমস্যা হওয়ায় সাময়িকভাবে সেন্ট্রাল মেট্রো স্টেশন থেকে পার্কস্ট্রিট পর্যন্ত সার্ভিস বন্ধ রাখা হয়েছে। রেলের ইঞ্জিনিয়াররা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন। খুব দ্রুতই পরিষেবার স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
