Wednesday, December 3, 2025

অবশেষে বিরাট সম্পর্কে মুখ খুললেন সৌরভ, কী বললেন মহারাজ?

Date:

Share post:

২০২১ টি-২০ বিশ্বকাপের পর টি-২০ ক্রিকেটের দায়িত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। এরপর একদিনের ক্রিকেটের নেতৃত্ব সরিয়ে দেওয়া হয় কোহলিকে। এরপর ২০২২ সালে দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট সিরিজ হারের পর টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলি। তখন থেকেই শিরোনামে উঠে আসে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির সম্পর্ক। কারণ অনেকেই মনে করেন প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কারণেই বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছিল। এরপর থেকেই একটা তিক্ততার সম্পর্ক রয়েছে ভারতের এই দুই প্রাক্তন অধিনায়কের মধ্যে। অনেক প্রশ্ন উঠলেও এই নিয়ে এতদিন কোন মন্তব্য করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এবার মুখ খুললেন তিনি।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “বহু বার বলেছি যে, আমি বিরাটকে নেতৃত্ব থেকে সরাইনি। বিরাট টি-২০ নেতৃত্ব দিতে চাইছিল না। তাই ও টি-২০ নেতৃত্ব ছেড়ে দেওয়ার পর, আমি বলেছিলাম একদিনের ক্রিকেটের নেতৃত্ব থেকেও সরে যেতে। তারপর আমি তাঁকে বলি তুমি যখন টি-২০ ক্রিকেট করবে না, তখন হোয়াইট বলটাও ছেড়ে দাও। একজন হোয়াইট বল আর আরেকজন রেড বল ক্যাপ্টেন হোক সে ক্ষেত্রে সাদা বলে একজন নতুন অধিনায়ক হবে।”

এরপর রোহিতের অধিনায়কত্ব নিয়ে সৌরভ বলেন,”রোহিতকে আমিই জোর করেছিলাম অধিনায়ক হওয়ার জন্য। ও ভারতকে তিন ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিল না। সেটার ক্ষেত্রে আমার সামান্য ভূমিকা থাকতে পারে। তবে দিনের শেষে ক্রিকেটারদের মাঠে নেমে সফল হতে হয়। আমাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট করা হয়েছিল দেশের ক্রিকেটের উন্নতি করার জন্য। আমি সেই চেষ্টা করেছি।”

আরও পড়ুন:Breakfast Sports:  ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

স্বাস্থ্যবন্ধু প্রকল্পে তিন সপ্তাহে পরিষেবা পেলেন এক লক্ষের বেশি মানুষ, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোয় আরও এক উল্লেখযোগ্য অগ্রগতি করল স্বাস্থ্যবন্ধু প্রকল্প। মাত্র তিন সপ্তাহের মধ্যেই এই প্রকল্পের শিবিরগুলিতে চিকিৎসা...

বাংলার পুলিশের ডিএসপি পদে যোগ রিচা ঘোষের: নাম লেখালেন দীপ্তির পাশে

নিয়োগ পত্র আগেই পেয়েছিলেন। বুধবার পুলিশের উর্দি পরে দায়িত্বভার গ্রহণ করলেন রিচা ঘোষ। না, এটা ক্রিকেটের জার্সিতে উইকেট...

আদালতের রায়ে বহাল ৩২ হাজার প্রাথমিক নিয়োগ, হাইকোর্ট চত্বরে অকাল হোলিতে মাতলেন শিক্ষকরা

দীর্ঘ দু’ বছর ধরে লড়াই, অনিশ্চয়তা আর সামাজিক উপহাস—সবকিছু কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ৩২ হাজার প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা।...

ছত্তিশগড়ে মাওবাদী বিরোধী অভিযান: নিহত ১২ জঙ্গি, প্রাণ গেল ৩ জওয়ানের

মাওবাদী দমনে বড়সড় সংঘর্ষ ছত্তিশগড়ে। সংঘর্ষে মাওবাদীদের মৃত্যু হলেও এবার প্রাণ গেল জওয়ানদের। বিজাপুরে (Bijapur) সংঘর্ষে প্রাণ হারালো...