Sunday, January 11, 2026

দু’হাজারের নোটে কার লাভ? সংসদে প্রশ্ন উঠতেই এড়িয়ে যাচ্ছে মোদি সরকার

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাধের দু’হাজারি নোটের আয়ু শেষ মাত্র সাত বছরেই! মোদির হঠকারী সিদ্ধান্তের মাশুল গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। নোট বন্দির পর চালু হয়েছিল দু’হাজার টাকার নোট। খরচ প্রায় ১৮ হাজার কোটি। যার পুরোটাই সাধারণ মানুষের করের টাকা। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, যদি নোট বাজারে রাখতেই না হয়, তাহলে এই তুঘলকি সিদ্ধান্তের মানে কী? সেই সময় প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, জাল নোটে বাজার ছেয়ে গিয়েছে বলেই আচমকা নোট বাতিলের পদক্ষেপ। আর তারপরই দু’হাজার টাকা চালুর সিদ্ধান্ত। কিন্তু কালো টাকা ও জাল নোটের রমরমা বন্ধ করতে ব্যর্থ মোদি সরকার।

সংসদের শীতকালীন অধিবেশনে বিরোধী দল তৃণমূলের সাংসদ-অভিনেতা দীপক অধিকারীর (দেব) এমনই প্রশ্ন তুলেছিলেন। উত্তরে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, ‘শুধু দু’হাজার টাকার নোট ছাপতেই খরচ হয়েছে ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এছাড়া ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে দু’হাজার টাকার নোট সাজাতে (রিক্যালিব্রেট) খরচ হয়েছে ৩২ কোটি ২০ লক্ষ টাকা। ২০২৩ সালের ১৯ মে সিদ্ধান্ত হয় দু’হাজারের নোট বাজার থেকে তোলার। এ পর্যন্ত ৮৯ শতাংশ নোটই ব্যাঙ্কে ফিরে এসেছে। তবে বাজারে এখনও রয়েছে ৯ হাজার ৭৬০ কোটি টাকার দু’হাজারি নোট।’

২০১৬ সালের ৮ নভেম্বর আচমকা নোট বাতিল ঘোষণা করেন নরেন্দ্র মোদি। অথচ, সরকারের ঘরে ৫০০ ও হাজার টাকার নোট ফিরে এসেছিল প্রায় পুরোটাই। তাহলে কালো টাকা গেল কোথায়? আদৌ কি কালো টাকা ছিল? তাহলে কেন নোট বাতিল হল? দু’হাজারের নোট কেন এল, আর কেনই বা তুলে দেওয়া হল? এই স্বল্পমেয়াদি নোটের জন্য কে বা কারা সুবিধা পেল? মোদি সরকারের তথ্য প্রকাশের পর থেকেই এই প্রশ্নগুলো মাথাচাড়া দিয়েছে।

তৃণমূলেরই আরেক সাংসদ মালা রায় প্রশ্ন করেন, ‘দেশের রিয়েল এস্টেটে কত কালো টাকা ঘুরছে? সরকার তার জন্য কী ব্যবস্থা নিয়েছে?’ অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী গোড়াতেই জানিয়ে দিয়েছেন, ‘রিয়েল এস্টেট কেন, গোটা দেশে কত পরিমাণ কালো টাকা ঘুরছে, তার কোনও হিসেব সরকারের কাছে নেই।’ সবমিলিয়ে মোদি সরকার এড়িয়ে যাচ্ছে দেশে কালো টাকার পরিমাণ কত? এবং দু’হাজারের নোটে সত্যিই কার লাভ হল? এই দুই প্রশ্ন!

spot_img

Related articles

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...