Sunday, November 16, 2025

ভারতীয় ন্যায় সংহিতার মাধ্যমে নাগরিক অধিকার কাড়তে চাইছে কেন্দ্র!

Date:

বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের ন্যায়সংহিতা বিল প্রস্তাবের কড়া সমালোচনা করল তৃণমূল (TMC)। মঙ্গলবারের পর আজ বুধবারেও বিধানসভায় আলোচনা হয়। সরকার ও বিরোধী পক্ষের সদস্যরা প্রস্তাবিত বিলগুলির পক্ষে ও বিপক্ষে আলোচনায় অংশ নেন। এদিন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak) বিষয়টি উত্থাপন করে বলেন এর মাধ্যমে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে বিজেপি। সরকারপক্ষের বিধায়কেরা এই বিলগুলিকে কালা কানুন বলে চিহ্নিত করেন। এই বিল নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন পুলিশ নয় মানুষ শেষ কথা বলবেন। এরপর আজ আইনমন্ত্রীর মুখেও শোনা গেল সেই একই কথা।

এদিন বিশাল লামা, শঙ্কর ঘোষের মতো বিজেপি সদস্যরা প্রস্তাবিত আইন গুলিকে সমর্থন করে বলেন, স্বাধীনতার ৭৫ বছর পরেও দেশ ব্রিটিশদের তৈরি করা দন্ডবিধিকে বহন করে চলেছে। সেইকারণে পরিবর্তন দরকার। আলোচনার শেষে বিরোধীদের দাবি মেনে প্রস্তাবটিকে অধ্যক্ষ ভোটাভুটির জন্য পেশ করেন। ভোটাভুটি চলাকালীন রাজ্য সরকার বিরোধী দলের তরফে অযথা হট্টগোল করে উত্তেজনার পরিস্থিতি তৈরির চেষ্টা হয় বলে অভিযোগ। অধিকাংশ বিজেপি বিধায়ক ভোটাভুটির ফল সামনে আসার আগেই বাইরে বেরিয়ে যান। আসলে ভোটাভুটি চলাকালীন নিয়ম মত অধিবেশন কক্ষের দরজা বন্ধ করে দেওয়ার পরেও সরকারপক্ষের বেশ কয়েকজন মন্ত্রী এবং বিধায়ক ভিতরে প্রবেশ করেন বলে বিরোধীরা অভিযোগ করেন এবং বিষয়টি নিয়ে তাঁরা লিখিত অভিযোগ জানাবেন বলেও মন্তব্য করেন।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version