Sunday, May 4, 2025

টিকিট ছিল না অথচ স্লিপার কোচে উঠে পড়েছেন যাত্রী। ‘অপরাধের’ মাশুল দিলেন প্রাণ দিয়ে। যাত্রীকে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল কর্তব্যরত টিকিট পরীক্ষকের (Travelling ticket examiner) বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে ওই যাত্রীর। পূর্ব মধ্য রেলের (East Central Railway) সমস্তিপুর ডিভিশনের ডিআরএম (DRM of Samastipur Division) বিনয় শ্রীবাস্তব জানান অভিযুক্ত টিকিট পরীক্ষককে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার রক্সৌল থেকে হাওড়াগামী মিথিলা এক্সপ্রেসে (Mithila Express) কলকাতা আসছিলেন বিহারের সমস্তিপুর জেলার টিকুলিয়া পঞ্চায়েতের বাসিন্দা নাভাল প্রসাদ(৪৩) নামে এক ব্যক্তি। সগৌলি স্টেশন থেকে বাকি ৯ সঙ্গীর সঙ্গে একটি স্লিপার কোচে (Sleeper coach) ওঠেন তিনি। ভোর সাড়ে তিনটে নাগাদ ওই কোচে আসেন টিকিট পরীক্ষক। সহযাত্রীদের দাবি, টিকিট পরীক্ষক টিকিট চাইলে নাভাল প্রসাদ তাঁর জেনারেল টিকিট দেখান। অভিযুক্ত ব্যক্তি তাঁর কাছে জরিমানা বাবদ ৮০০টাকা চাইলে দুজনের তর্ক শুরু হয়ে যায়।

সেই সময় উজিয়ারপুর (Ujiarpur) স্টেশন পাস করছিল ট্রেনটি। সেখানেই টিকিট পরীক্ষক নাভালকে ট্রেন থেকে ধাক্কা মারেন বলে সহযাত্রীদের দাবি। মাথায় গুরুতর চোট ও কাটা পা নিয়ে হাসপাতালে ভর্তি করা নাভালকে। চিকিৎসারত অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার পর তদন্তে নামে রেল কর্তৃপক্ষ। উজিয়ারপুর স্টেশনের এসএইচও-র (SHO) বলছেন, বিনা টিকিটের যাত্রী নাভালকে ট্রেন থেকে নেমে যেতে বললে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন তিনি। অভিযুক্ত টিকিট পরীক্ষক রাজকুমার শাহকে সাসপেন্ড করা হয়েছে।

Related articles

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...
Exit mobile version