Sunday, November 2, 2025

৭ দিনের মধ্যে ভারতের সংসদে হাম.লা চালানোর হুম.কি খালিস্তা.নি পান্নুনের

Date:

বিদেশের মাটিতে বসে ভারত বিরোধী ষড়যন্ত্র খালিস্তানি জঙ্গিদের। এবার সরাসরি ভারতের মাটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দিল খালিস্তানি জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুন। এক ভিডিও বার্তায় নিষিদ্ধ সংগঠন ‘শিখ ফর জাস্টিস’-এর প্রধান পান্নুন হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ভারতের সংসদে হামলা চালানো হবে। যদিও এই ধরনের হুমকি প্রসঙ্গে কোনও কোনও মন্তব্য করা হয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বা বিদেশমন্ত্রকের তরফে।

ওই ভিডিও বার্তায় পান্নুন জানিয়েছে, তাকে হত্যার ছক কষেছিল ভারত। কিন্তু তা ব্যর্থ হয়েছে। সেই হত্যার প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে দাবি করেছে খলিস্তানি জঙ্গি। সূত্র উদ্ধৃত করে একাধিক রিপোর্টে জানানো হয়েছে ভারত-বিরোধী কার্যকলাপ বৃদ্ধির জন্য পান্নুনকে নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)। সেইমতো এগিয়ে যাচ্ছে পান্নুন। তবে হামলার জন্য যে দিনটি উল্লেখ করা হয়েছে ২২ বছর আগে সেইদিনেই সংসদে জঙ্গি হামলা চালানো হয়েছিল। ২০০১ সালের ১৩ ডিসেম্বরের ভারতের সংসদ ভবনে চালানো হয়েছিল জঙ্গি হামলা। সেই ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছিল আফজল গুরুর। নিজের ভিডিয়োয় সেই আফজলের পোস্টার ব্যবহার করেছে পান্নুন। সঙ্গে ভিডিয়োয় লেখা ছিল, ‘দিল্লি বনেগা খলিস্তান।

উল্লেখ্য, সম্প্রতি ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে আদালতে জানানো হয়, খলিস্তানি জঙ্গিকে হত্যার ছক কষেছিলেন এক ভারতীয় আধিকারিক। যিনি অতীতে ভারতের আধা-সামরিক বাহিনী সিআরপিএফে কর্মরত ছিলেন। নিখিল গুপ্তা নামে ভারতীয়কে সেই দায়িত্ব দিয়েছিলেন। পান্নুনকে হত্যার জন্য দু’জনের সঙ্গে আলাপ করেছিলেন নিখিল। যে দু’জনই ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন বলে দাবি করা হয়েছে। নিখিলের বিরুদ্ধে রুজু হয়েছে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলাও। যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করা হয়েছে ভারতের তরফে। রীতিমতো বিরক্তি প্রকাশ করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি জানান, পান্নুনকে হত্যার চেষ্টার অভিযোগে যে ভারতীয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাঁর সঙ্গে ভারতীয় আধিকারিকদের যোগসূত্র টেনে আনার বিষয়টা অত্যন্ত উদ্বেগের।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version