Wednesday, August 27, 2025

কার্ডিও.মেটাবলিক রো.গ প্রতিরো.ধে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা কী, উত্তর খুঁজল CSICON

Date:

কার্ডিওলজিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার (Cardiological Society of India) ৭৫ তম শীর্ষ সম্মেলন আয়োজিত হল কলকাতার বাইপাস সংলগ্ন এক পাঁচতারা হোটেলে। ডাক্তার বিধান চন্দ্র রায়ের হাতে প্রতিষ্ঠিত এই সোসাইটি গত সাত দশক ধরে দেশজুড়ে হার্টের সমস্যা নিয়ে কাজ করে চলেছে। একদিকে গবেষণা অন্যদিকে সামাজিক পরিসরে তার সঠিক প্রয়োগ। বর্তমানে দেশের বড় বড় প্রযুক্তি সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে হার্টের চিকিৎসার সংযোগ স্থাপনের চেষ্টা করছে CSI। চিকিৎসকদের কথায়, আজকাল ECG, PPG , PCG সিগন্যাল বলছে পড়ুয়াদের মধ্যে Rheumatic Heart Disease-এ আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ছে। একদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ অন্যদিকে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আর এই দুই মিলিয়ে এদিন Cardiovascular Disease নিয়ে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বিশিষ্ট কার্ডিও বিশেষজ্ঞরা। উঠে এল CVD এর উপর বায়ু দূষণের প্রভাবের কথাও।

উচ্চ রক্তচাপ কিংবা হার্ট ব্লকের সমস্যা আজ প্রায় প্রত্যেকের ঘরেই রয়েছে। সঠিক সময় চিকিৎসা শুরু না হলে যা প্রাণঘাতী হতে পারে। আবার অনেকেই কার্ডিও সমস্যার প্রাথমিক লক্ষণগুলো বুঝতে পারেন না। কনফারেন্সের শুরুতেই ডক্টর অর্পণ পাল (Dr Arpan Paul) জানান, আজ AI চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে গেলেও অনেক ক্ষেত্রেই দেখা যায় রোগের পৃথকীকরণ করতে সক্ষম হয় না এই প্রযুক্তি। সেই রিস্ক ফ্যাক্টরের কথাও তুলে ধরেন তিনি। ডক্টর দামিনী রায় (Dr. Damini Roy) জানান কীভাবে করোনারি আর্টারি ডিজিজের ক্ষেত্রে ডাক্তার আর মেশিন একসঙ্গে কাজ করে রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে পারে। AI কোন পদ্ধতিতে হাই রিস্ক জোনে পেশেন্টের প্রয়োজনীয় সিস্টোলিক ও ডায়াস্টলিক তথ্য সাধারণ ECG এর থেকে অনেক পুঙ্খানপুঙ্খভাবে তুলে ধরতে পারে সেই ব্যাখ্যাও দেন তিনি। প্রফেসর মিন্টু টুরাখিয়া Cardiac Dysrhythmia নিয়ে আলোচনার সময় কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতাকে তুলে ধরেন। AI ইসিজির অভ গ্রাফকে আগের থেকে অনেকটা সহজ এবং পরিষ্কার করতে পারছে বলে জানান তিনি। এমনকি এই পদ্ধতিতে Sinus Rhythm Prediction অনেক সহজ হয়েছে বলে জানান তিনি। বর্তমানে কন্টাক্টলেস ইসিজির প্রশংসা করেও এর রিস্ক ফ্যাক্টর নিয়ে আলোচনা করেন তিনি। স্লাইডের মাধ্যমে বেশ কিছু রোগীর CV রিপোর্ট তুলে ধরে জানান যে আজকের দিনে মানুষ একটা ঘড়ি পরে বা হাতে মোবাইল নিয়েই নিজের ইকোকার্ডিওগ্রাফ রিপোর্ট প্রতিমুহূর্তে চেক করতে পারেন। এটা যেমন ভালো দিক রয়েছে তেমনই নেগেটিভ রিপোর্টে মানুষের মনোবল ভেঙে দেওয়ার জন্য এটা মারাত্মক বিপদজনক।

পরবর্তী পর্যায়ে Cardiovascular Disease এর উপর বায়ু দূষণের (Air Pollution Effect) প্রভাব নিয়ে আলোচনা হয়। কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার (CSI) প্রেসিডেন্ট ডক্টর বিজয় ব্যাং জানান, যত দিন যাচ্ছে ততই বায়ু দূষণের পরিমাণ বাড়ছে। কলকাতা তবু কিছুটা হলেও স্বস্তিতে কিন্তু দিল্লির অবস্থা সত্যিই চিন্তা বাড়াচ্ছে। তবে শুধুমাত্র গ্যাসীয় দূষণই নয়, আমাদের বেডরুম, কিচেন, বাথরুম ইত্যাদি থেকেও বায়ু দূষণের সম্ভাবনা বাড়ে। যা শুধুই যে ফুসফুসে সমস্যা তৈরি করে তা নয় নার্ভ ক্ষতিগ্রস্ত হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে রক্তচাপের উপর। বায়ু দূষণ রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে আলোচনা করেন প্রফেসর সাগ্নিক দে (Sagnik Dey)। ইন্টারেক্টিভ প্যানেল ডিসকাশনে এয়ার পলিউশন নিয়ে আলোচনা করেন ডক্টর স্বাতী নন্দী চক্রবর্তী। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান বায়ু দূষণের কারণে তিন থেকে পাঁচ বছর কমে যাচ্ছে, যেটা বেশ আশঙ্কাজনক। রোড ট্রাফিক বায়ু দূষণ কতটা বাড়াচ্ছে? উত্তর দিলেন স্টেট পলিউশন বোর্ডের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র। তিনি জানালেন ইতিমধ্যেই কলকাতার হাই রিস্ক জোন চিহ্নিত করে দূষণের মাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। পাইলট প্রজেক্ট হিসেবে শুদ্ধ বায়ু প্রোগ্রামের কথা বলেন তিনি, যেখানে বাসের মাথায় বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বায়ু দূষণের পরিমাণ কমানোর চেষ্টা করা হবে। খুব তাড়াতাড়ি বিভিন্ন পাশে বিশেষ রিমোট সিস্টেম চালু কতটা দূষিত গ্যাস নির্গমন হচ্ছে তা সহজেই ধরা যায়। সকলকে পরিবেশ অ্যাপ ডাউনলোডের কথাও বলেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তার স্বচ্ছতার দিকে জোর দেন প্রফেসর সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। CVD এর ক্ষেত্রে সঠিক ডেটা না পাওয়া গবেষণায় সমস্যা তৈরি করছে বলে মত তাঁর। চিকিৎসক এডওয়ার্ড ফ্রাই, ডক্টর ক্যথলিনা বিগা অ্যাপল ওয়াচের সীমাবদ্ধতা কমানোর দিকে জোর দেন। ব্রিটিশ কার্ডিওলজিকাল সোসাইটির প্রেসিডেন্ট প্রফেসর জন গ্রিনউড জানান AI পদ্ধতি ব্যবহার করে কত দ্রুত চিকিৎসা বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে। আফ্রিকান কার্ডিওলজিকাল সোসাইটির তরফে প্রফেসর ইলিজা ওগোলা বায়ু দূষণের সঙ্গে বাড়তে থাকা শ্বাস যন্ত্রের সমস্যার বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফেকশনের দিকে দৃষ্টি আকর্ষণ করেন। এই পর্বের অনুষ্ঠান পরিচালনা করেন এশিয়ান হার্ট সোসাইটির প্রেসিডেন্ট এবং CSICON 2023 এর অর্গানাইজিং চেয়ারম্যান ডক্টর মৃণাল কান্তি দাস। উপস্থিত বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে CSI এর এগিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেন চেয়ারম্যান ডক্টর সঞ্জয় পাল। সবশেষে, কার্ডিও সমস্যার সমাধানে AI পদ্ধতির সঠিক প্রয়োগ এবং বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপের কথাও বলা হয়।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version