Saturday, May 3, 2025

KIFF: বৃষ্টিস্নাত সিনে সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতের আবহ, স্বাক্ষরিত হল ইন্ডিয়া-অস্ট্রেলিয়া কো-প্রোডাকশন এগ্রিমেন্ট!

Date:

বৃষ্টি ভেজা বৃহস্পতিবারেও এতটুকু বদলালো না চেনা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) প্রাঙ্গণের ছবিটা। আজও ছাতা মাথায় সেলফি তুলতে মজলেন সিনে প্রেমে মানুষেরা। ২৯ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (29th KIFF) আজ ছিল তৃতীয় দিন। একদিকে দেশ-বিদেশের নামিদামি পরিচালক ও কলাকুশলীর আনাগোনা, অন্যদিকে একতারা মুক্ত মঞ্চে সিনে আড্ডায় বাংলা চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে থাকা একগুচ্ছ প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত টলিউড (Tollywood)। সান্ধ্য সিনে লগ্নে জমে উঠল শাস্ত্রীয় সংগীত আর লোকবাদ্যের যুগলবন্দি। গতকালই ভারতীয় এবং অস্ট্রেলীয় সিনেমার মধ্যে ইন্ডিয়া-অস্ট্রেলিয়া কো-প্রোডাকশন এগ্রিমেন্ট (Ind Aus coproduction agreement) স্বাক্ষরিত হয়েছে। আজ অস্ট্রেলিয়ার অস্কারজয়ী পরিচালক ব্রুস বেরেসফোর্ডকে (Bruce Beresford)নিয়ে আলোচনায় বসলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়(Srijit Mukherjee)। এখন ভারত অস্ট্রেলিয়ার সিনেমার যাত্রায় নতুন ইতিহাস লেখার অপেক্ষা!

মঙ্গলবার থেকে শুরু হয়েছে চলতি বছরের চলচ্চিত্র উৎসব। যদিও সিনেমা দেখার সুযোগ মিলেছে গতকাল অর্থাৎ বুধবার থেকে। কিন্তু বিনোদন উৎসবের শুরুতেই ‘ভিলেন’ হয়ে উঠেছে প্রকৃতি। কিন্তু সিনে পুজোর উন্মাদনার কাছে যে দর্শক ছাড়া অন্য কেউই চিত্রনাট্যকার হয়ে উঠতে পারে না, তা বুঝিয়ে দিল নন্দন-রবীন্দ্র সদন চত্বরের ভিড়। KIFF কমিটি আগেই জানিয়েছিল যে প্রত্যেকদিন সিনে আড্ডায় বাংলা সিনেমা কেন্দ্রিক একটা বিষয় নিয়ে টলিউডের শিল্পীরা আলোচনায় উপস্থিত হবেন। আজ ‘বাংলা চলচ্চিত্রে শাস্ত্রীয় সংগীত ও লোকবাদ্যের ব্যবহার’ নিয়ে কথা বললেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার (Tejendra Narayan Majumdar) ও বিক্রম ঘোষ (Bikram Ghosh)। সঞ্চালনার দায়িত্বে ছিলেন দেবজ্যোতি বোস (Debojyoti Bose)। এদিন আড্ডার পাশাপাশি সরোদ আর তবলার মূর্ছনায় মেতে উঠল কিফ প্রাঙ্গণ।


Related articles

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...

শিশু নির্যাতনে আইন মেনে শারীরিক পরীক্ষা বাধ্যতামূলক, কড়া চিঠি স্বাস্থ্যভবনের

যৌন-নিগ্রহের শিকার হওয়ার শিশু ও নাবালকদের শারীরিক পরীক্ষার ক্ষেত্রে পকসো আইন মেনে পদক্ষেপের নির্দেশ দিল স্বাস্থ্য ভবন (The...
Exit mobile version