Thursday, August 21, 2025

প্রেমিক সৌম্যর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা! বৈদিক মতেই মিটল বিয়ে

Date:

টলিপাড়ায় (Tollywood) বিয়ের মরসুম। দিনকয়েক আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও অনুপ্রম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী। ইতিমধ্যে বিয়ের দিনক্ষণ ঘোষণা করেছেন অভিনেতা সৌরভ ও অভিনেত্রী দর্শনা। তবে বৃহস্পতিবার সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। এদিন মনের মানুষ সৌম্য মুখোপাধ্যায়ের (Soumya Mukherjee) সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নায়িকা। প্রচলিত ধারণা থেকে বেরিয়ে একটু অন্যভাবে মহিলা পুরোহিতদের মন্ত্রোচ্চারণে বিয়ে সারলেন এই টলি নায়িকা।

এদিন বিয়েতে সাবেকি সাজে সাজেন সন্দীপ্তা। অভিনেত্রীর পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়। এদিন সন্ধ্যা গড়াতেই একেবারে বেনারসি ও হালকা কিছু অলঙ্কারে সাজিয়ে তোলা হয় কনেকে। পাশাপাশি পাঞ্জাবিতে বেশ নজর কেড়েছেন সৌম্যও। তবে এদিন বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নবদম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন অনুরাগীরা। অন্যদিকে, বিয়ের মেনুতে ছিল বাঙালিয়ানার ছোঁয়া। বিভিন্ন মাছের পদ থেকে পাঁঠার মাংস— বাদ যায়নি কিছুই। এদিন বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার অনেক চেনা মুখ। অভিনেতা, পরিচালক থেকে প্রযোজক অনেককেই দেখা যায় আমন্ত্রিতদের তালিকায়।

সৌম্যর সঙ্গে কয়েক বছরের প্রেম সন্দীপ্তার। তবে সম্পর্কের প্রথম দিকে সম্পর্ককে আড়ালে রাখলেও ধীরেধীরে নিজের সম্পর্ক প্রকাশ্যে আনেন অভিনেত্রী। কিছুদিন আগেই তাঁদের বাগদান অনুষ্ঠান দেখে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছিল। অবশেষে লক্ষ্মীবারে জীবনের নয়া ইনিংস শুরু করলেন ছোট পর্দার দুর্গা। তবে সামনের দিনে দশ হাত দিয়ে তিনি নিজের সংসার সামলাতে পারেন কী না সেটাই দেখার। তবে অভিনেত্রীর নতুন জীবনে রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version