গুয়াহাটিতে ভূমিক.ম্প! কেঁ.পে উঠল অসমের একাংশ

ক.ম্পন মৃদু হলেও আত.ঙ্কিত হয়ে পড়েন লোকজন। কাকভোরে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কোনও প্রাণহা.নি হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর।

সকাল সকাল ভূমিকম্প গুয়াহাটিতে (Earthquake in Guwahati)। ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

প্রশাসনিক সূত্রে খবর ভোর ৫টা ৪২ মিনিট নাগাদ আচমকাই কেঁপে ওঠে অসমের একাংশ। এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েক বার কেঁপেছে উত্তর-পূর্বের এই রাজ্য। কখনও কম্পনের মাত্রা ছিল ৩ কখনও বা আবার ৪। আজকের কম্পন মৃদু হলেও আতঙ্কিত হয়ে পড়েন লোকজন। কাকভোরে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কোনও প্রাণহানি হয়নি বলেই প্রশাসন সূত্রে খবর।

Previous articleকল্যাণীতে রাজ্যপালকে কালো পতাকা, ‘মহম্মদ বিন তুঘলক’ ক.টাক্ষ তৃণমূলের
Next articleআজ কী ঘটেছিল?