Monday, December 22, 2025

অনলাইন গেমের খেলোয়াড়রা সা.বধান! এবার তাড়াতাড়ি খালি হবে পকেট

Date:

Share post:

বিশ্বকাপ ক্রিকেট বা ইন্ডিয়ান টিমের দক্ষিণ আফ্রিকা সফর। অনলাইন গেমে (Online game) চট করে বুদ্ধি খাটিয়ে টাকা লাগিয়ে ফেলাটা নিউজেন ট্রেন্ড। তবে এবার থেকে এরকম যে কোনও অনলাইন গেমের খরচ একলাফে অনেকটা বেড়ে যেতে চলেছে আমাদের রাজ্যেও। রাজ্যে অনলাইন গেম, লটারি (lottery), ঘোড় দৌড়ের (horse race) মত খেলায় পণ্য পরিষেবা কর জিএসটির (GST) হার বাড়ছে। গত জুলাই মাসে কেন্দ্রের জিএসটি কাউন্সিলের (GST Council) বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের খেলায় করের হার বেড়ে হচ্ছে ২৮ শতাংশ। এই মর্মে রাজ্য জিএসটি আইনের একটি সংশোধনী বিল বৃহস্পতিবার সর্বসম্মতি ক্রমে বিধানসভায় গৃহীত হয়েছে।

বিলের উপর আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী (Finance Minister) চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কাউন্সিলের বৈঠকে মূলত পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের মত কয়েকটি রাজ্যের জোরদার সওয়ালেই নানা ধরনের জুয়া (gambling) ও অনলাইন গেমে জিএসটির হার বাড়িয়েছে কেন্দ্র। অনলাইন গেমের প্রতি তরুণ প্রজন্মের আসক্ত হয়ে পড়ার বিরুদ্ধে সওয়াল করে রাজ্য সরকার। উল্টোদিকে, অনলাইন গেমিং-এ এত বেশি জিএসটি চাপালে এই নতুন শিল্প পথে বসবে, এমনটা সওয়াল করেছিল সংশ্লিষ্ট সব সংস্থা এবং গোয়া, সিকিমের মতো রাজ্যগুলি। তাদের যুক্তি ছিল, এর সবটাই জুয়া বা ফাটকাবাজি নয়, এর মধ্যে দক্ষতাও জড়িয়ে।

তবে তরুণ প্রজন্মে মানসিক স্বাস্থ্য রক্ষায় অনলাইন গেমিং, ক্যাসিনো (cassino) এবং ঘোড়দৌড়ে ২৮ শতাংশ হারে কর চাপানোর বিষয়ে জুলাই মাসে নীতিগত সিদ্ধান্ত নিয়েছিল জিএসটি পরিষদ। সেইমতো বিভিন্ন রাজ্যে জিএসটি আইনের সংশোধনী পাস করানো হয়। অর্থমন্ত্রী জানান, ১ অক্টোবর থেকেই নতুন হারে কার্যকর করা হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে। বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী প্রশ্ন তোলেন এ রাজ্যে কেন বিলটি এতদিন আটকে ছিল। উত্তরে অর্থমন্ত্রী জানান, রাজ্যপালের (Governor of West Bengal) অনুমোদনের জন্য বিলটি আটকে ছিল। তবে এক্ষেত্রে নতুন আইন তৈরি হওয়ার পরে ১ অক্টোবরকে ভিত্তি তারিখ হিসেবে ধরে ওই সময় থেকেই লটারি,অনলাইন গেমস, ঘোড়দৌড়ে বর্ধিত হারে জিএসটি কার্যকর করা হবে।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংশোধনীটি বিধানসভায় গৃহীত হয়। বক্তব্যের শেষ পর্যায়ে এদিন অর্থমন্ত্রী জিএসটি ক্ষতিপূরণে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। তিনি জানান ওই খাতে রাজ্যের ২১০০ কোটি টাকা রয়েছে। কিন্তু তার মধ্যে ৪৬৭ কোটি টাকা কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত দেয়নি।

আরও পড়ুন:চিতাবাঘের দে.হ উদ্ধার, পি.টিয়ে খু.ন?

 

spot_img

Related articles

কর্নাটকে অনার কিলিং! ভিন্ন জাতের যুবককে বিয়ে করায় অন্তঃসত্ত্বা কন্যাকে খুন

অন্তঃসত্তা মেয়েকে কুপিয়ে খুন বাবার! এই নৃশংস ঘটনাটি ঘটেছে রবিবার রাতে কর্নাটকের (Karnataka) হুব্বাল্লি মহকুমার ইনামপুরভিল্লা গ্রামে। অভিযোগ...

আদালতে মেসি মামলায় জোরাল সওয়াল রাজ্যের, সিবিআই তদন্ত নিয়ে রায়দান স্থগিত

যুবভারতীতে মেসি (Messi) কাণ্ডের বল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে(Calcutta HC)। সোমবার এই বিষয়ে মামলার শুনানি ছিল। একাধিক জনস্বার্থ মামলা...

BDO প্রশান্ত বর্মণের আগাম জামিন খারিজ, আত্মসমর্পণের নির্দেশ হাই কোর্টের

”জঘন্যতম অপরাধ বিবেচনায় আনা হয়নি বারাসত সেশন জজের বিচারে। বিডিও জামিন খারিজের অধিকার রয়েছে এই আদালতের”- রাজগঞ্জের BDO...

হাওড়ার বন্ধ ফ্ল্যাটে উদ্ধার দেহ! আটক দুই নাবালক

শহরে ফের রহস্যমৃত্যু! হাওড়ার (Howrah) সালকিয়াতে বন্ধ ফ্ল্যাটের মধ্যে থেকে উদ্ধার হল এক ব্যক্তির রক্তাক্ত দেহ। মৃতের নাম...