Friday, August 22, 2025

প্রতিশ্রুতি মতো আজ থেকেই দেওয়া হবে বার্ধক্যভা.তা, খুশি প্রবীণরা!

Date:

তিনি কথা দিয়ে কথা রাখেন। বাংলার প্রাপ্য টাকা কেন্দ্র যতই আটকে রাখুক না কেন মানুষের যাতে সমস্যা না হয় সেইদিকে বিশেষ নজর তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। দিন কয়েক আগে বিজয়া সম্মিলনীতে গিয়ে অভিষেক কথা দিয়েছিলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ৭০ হাজার বৃদ্ধ-বৃদ্ধা, যাঁরা বার্ধক্য ভাতার আবেদন করেও পাননি তাঁদেরই দলের তরফে ভাতা দেওয়া হবে। সেইমতো আজ থেকে শুরু হচ্ছে ক্যাম্প।

মাসের পর মাস বাংলার প্রাপ্য টাকা আটকে রাখার অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিবন্ধকতা সত্ত্বেও একগুচ্ছ মানবিক প্রকল্পকে নিয়মিত চালিয়ে যাচ্ছেন। লক্ষীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী সবুজ সাথী, বিধবা ভাতা ইত্যাদি প্রকল্পকে নির্বিঘ্নে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি। অবশ্য বার্ধক্য ভাতা না পাওয়ার অভিযোগ উঠেছে অনেক জায়গায়। রাজ্যজুড়ে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেও ভাতা পাচ্ছেন না প্রবীণরা। অভিযোগ সামনে আসার পর বিজয়া সম্মেলনীতে নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে এই সমস্যা সমাধানে বিশেষ উদ্যোগ নেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন রাজ্য সরকারের তরফে এই টাকা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে, তবে তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে যাতে মানুষের পাশে দাঁড়ানো যায়। জানুয়ারি মাস থেকে তিনি ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেও এক মাস আগেই শুরু হয়ে গেল পরিষেবা প্রদান। খুশি ডায়মন্ড হারবার কেন্দ্রের মানুষ। তাঁদের কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মানেই প্রতিশ্রুতি পূরণের ১০০% গ্যারান্টি যা ফের একবার প্রমাণিত। এর আগে দিল্লি চলো অভিযানে উপস্থিত একশো দিনের বঞ্চিতদের নিজের বেতন থেকে অর্থ দিয়েছেন অভিষেক। এমনকি লোকসভা ও রাজ্যসভার তৃণমূল সাংসদেরও তিনি অনুরোধ করেছিলেন দিল্লিতে যে সকল বঞ্চিতরা ধর্না দিতে গিয়েছিলেন, সেই ২ হাজার ৮০০ মানুষকে যেন একমাসের বেতন থেকে আর্থিক সাহায্য করা হয়। এবার নিজের কেন্দ্রে বয়স্ক মানুষদের পাশে দাঁড়ালেন অভিষেক।

Related articles

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...
Exit mobile version