Saturday, January 10, 2026

কৌশিকের হাত ধরে ফের বড় পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা! জুটির ৫০ তম ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা

Date:

Share post:

প্রথম থেকেই তাঁদের জুটি বড় পর্দায় দেখতে মুখিয়ে থাকতেন দর্শকরা। এখনও তার অন্যথা হয়নি। তাঁদের দুজনের জুটি রুপোলী পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ব্লকবাস্টার হিট। দশকের পর দশক পেরলেও এখনও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকেন টলিউডের (Tollywood) দুই মহা তারকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) কথা বলা হচ্ছে। এবার দেখতে দেখতে একসঙ্গে ৫০ তম ছবিও মুক্তির অপেক্ষায় টলিউডের ২ হেভিওয়েট। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Koushik Ganguly) হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

তবে একসঙ্গে ৫০ ছবি করার রেকর্ড টলিউডের আর কোনও অভিনেতা অভিনেত্রীর আছে বলে মনে করা দুষ্কর। একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তাঁদের সুপার হিট ছবির তালিকায় আছে, মায়ার বাঁধন থেকে শুরু করে বাবা কেন চাকর, মনের মানুষ, স্বামীর ঘর থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবিগুলো। তবভে এরপর মাঝে লম্বা বিরতি নেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। বেশ কয় বছর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। ফের প্রাক্তন ছবিতে তাঁদের কামব্যাক দর্শকদের মণিকোঠায় আজও সমানভাবে উজ্জ্বল। ২০১৬ সালে মুক্তি পায় প্রাক্তন। তারপর ফের দীর্ঘ ৭ বছরের অপেক্ষা। এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের বড় পর্দায় দেখা যাবে টলিউডের এই জুটিকে। তবে খবর সামনে আসতেই প্রহর গুনতে শুরু করেছেন অনুরাগীরা।

দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবির পোস্টার। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অযোগ্য’ ছবিটির মাধ্যমে ফের একবার দর্শকদের মন ছুঁতে প্রস্তুত এই জুটি। তবে নিজেদের ৫০ তম ছবিতে যে অনেক চমক থাকবে তা আগেভাগেই জানিয়েছেন টলিউডের এই দুই হাই প্রোফাইল অভিনেতা-অভিনেত্রী। এখন দেখার শেষ পর্যন্ত কতটা আশাপূরণ করতে পারে ‘অযোগ্য’?

 

 

 

 

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...