Friday, August 22, 2025

কৌশিকের হাত ধরে ফের বড় পর্দায় প্রসেনজিৎ-ঋতুপর্ণা! জুটির ৫০ তম ছবি ঘিরে বাড়ছে উন্মাদনা

Date:

Share post:

প্রথম থেকেই তাঁদের জুটি বড় পর্দায় দেখতে মুখিয়ে থাকতেন দর্শকরা। এখনও তার অন্যথা হয়নি। তাঁদের দুজনের জুটি রুপোলী পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও ব্লকবাস্টার হিট। দশকের পর দশক পেরলেও এখনও নিজেদের সেরাটা দিতে মুখিয়ে থাকেন টলিউডের (Tollywood) দুই মহা তারকা। হ্যাঁ, ঠিকই ধরেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta) কথা বলা হচ্ছে। এবার দেখতে দেখতে একসঙ্গে ৫০ তম ছবিও মুক্তির অপেক্ষায় টলিউডের ২ হেভিওয়েট। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Koushik Ganguly) হাত ধরে ফের জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা।

তবে একসঙ্গে ৫০ ছবি করার রেকর্ড টলিউডের আর কোনও অভিনেতা অভিনেত্রীর আছে বলে মনে করা দুষ্কর। একাধিক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন দুজনে। তাঁদের সুপার হিট ছবির তালিকায় আছে, মায়ার বাঁধন থেকে শুরু করে বাবা কেন চাকর, মনের মানুষ, স্বামীর ঘর থেকে শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো ছবিগুলো। তবভে এরপর মাঝে লম্বা বিরতি নেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। বেশ কয় বছর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি প্রসেনজিৎ-ঋতুপর্ণাকে। ফের প্রাক্তন ছবিতে তাঁদের কামব্যাক দর্শকদের মণিকোঠায় আজও সমানভাবে উজ্জ্বল। ২০১৬ সালে মুক্তি পায় প্রাক্তন। তারপর ফের দীর্ঘ ৭ বছরের অপেক্ষা। এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের বড় পর্দায় দেখা যাবে টলিউডের এই জুটিকে। তবে খবর সামনে আসতেই প্রহর গুনতে শুরু করেছেন অনুরাগীরা।

দিনকয়েক আগেই মুক্তি পেয়েছে প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০ তম ছবির পোস্টার। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘অযোগ্য’ ছবিটির মাধ্যমে ফের একবার দর্শকদের মন ছুঁতে প্রস্তুত এই জুটি। তবে নিজেদের ৫০ তম ছবিতে যে অনেক চমক থাকবে তা আগেভাগেই জানিয়েছেন টলিউডের এই দুই হাই প্রোফাইল অভিনেতা-অভিনেত্রী। এখন দেখার শেষ পর্যন্ত কতটা আশাপূরণ করতে পারে ‘অযোগ্য’?

 

 

 

 

spot_img

Related articles

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...

সুপ্রিম রায়ে বদল: জোর পথকুকুরদের বন্ধ্যাত্বকরণ ও প্রতিষেধকে, রয়েছে ব্যতিক্রমও

দিল্লির পথকুকুরদের নিয়ে রায় বদল করল শীর্ষ আদালত। আগের রায়ে স্থগিতাদেশ দিয়ে শুক্রবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) ৩...

শিল্পপতি স্বরাজ পলের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

৯৪ বছর বয়সে প্রয়াত অনাবাসী শিল্পপতি তথা সমাজসেবক লর্ড স্বরাজ পল (Lord Swaraj Paul)। লন্ডনে থাকলেও দেশের প্রতি...

কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য! কেন ভাদ্রমাসেই এই পুজো হয়

আজ কৌশিকী অমাবস্যা (Kaushiki Amabasya)। ভাদ্র মাসের অমাবস্যায় এই পার্বণ অত্যন্ত পুণ্যদায়ী এবং পবিত্র৷ শুক্রবার সকাল ১১.৫৫ মিনিটে...