মমতাকে কুমন্তব্য, গিরিরাজের পদত্যাগ চেয়ে দিল্লিতে সোচ্চার তৃণমূলের মহিলা সাংসদরা

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশালীন মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সংসদের বাইরে গিরিরাজ সিংয়ের পদত্যাগের দাবিতে সোচ্চার হলেন তৃণমূল সাংসদরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সংসদে গান্ধী মূর্তির নিচে সকাল ১০.৩০ থেকে ধরনায় বসেন তৃণমূল মহিলা সাংসদরা। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিংকে তাঁর মন্তব্যের জেরে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে।

এদিন হাতে প্ল্যাকার্ড নিয়ে এদিন ধর্নায় ছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মালা রায়, শতাব্দী রায়, প্রতিমা মন্ডল, মৌসম বেনজির নূর, অপরুপা পোদ্দাররা। তৃণমূল সাংসদ মালা রায় বলেন, “গিরিরাজ সিংয়ের মন্তব্য অত্যন্ত অসম্মানজনক। গিরিরাজ সিং গোটা মহিলা সমাজকে অসম্মানিত করেছেন।” কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বক্তব্যের বিষয়ে, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছেন, “নির্লজ্জ গিরিরাজ সিং এবং বিজেপি নারীদের ক্ষমতায়ন এবং কর্তৃত্ব মেনে নিতে পারেন না। তিনি এখন সরাসরি মিথ্যা বলছেন, তিনি বলছেন এরকম কথা তিনি কখনো বলেননি। মহুয়ার কটাক্ষ, শাণ্ডিল্যজি – যে পাপির কোন গুণ নেই, গোত্রকে ভালোবাসে, বুঝে নিন তিনিই আমাদের মেরেছেন। প্রসঙ্গত, তার মন্তব্য ঘিরে বিতর্ক শুরু হতেই গিরিরাজ সিং ডিগবাজি খেয়ে বলেন তিনি ঠুমকা নয়, জশন (উৎসব) শব্দ ব্যবহার করেছেন। পাশাপাশি তৃণমূলের গোয়া ইউনিটও সকাল সাড়ে ১১টায় গিরিরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য নিয়ে সাংবাদিক বৈঠক করে।

Previous articleনিরাপত্তা এবং সিবিআই তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ ভ্যা.কসিনকাণ্ডে ধৃ.ত দেবাঞ্জন!
Next articleসুনকের সিদ্ধান্তে সিলমোহর! বিবিসির চেয়ারম্যান পদে ভারতীয় বংশোদ্ভূত সমীর